এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গোষ্ঠীদ্বন্দ্ব সামলে তৃণমূলের নীচুতলায় নেতাদের নাম ঠিক করায় এখন চ্যালেঞ্জ শীর্ষনেতৃত্বের!

গোষ্ঠীদ্বন্দ্ব সামলে তৃণমূলের নীচুতলায় নেতাদের নাম ঠিক করায় এখন চ্যালেঞ্জ শীর্ষনেতৃত্বের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছরের বিধানসভা ভোটের আগমনের পদধ্বনি শুনতে পেয়েই মুখ্যমন্ত্রী শাসকদলের অন্দরমহলে বেশকিছু সাংগঠনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী নির্বাচনে দলকে সমস্তদিক থেকে জোরদার করে তোলাই তাঁর লক্ষ্য। আর একাজ করতে গিয়েই একেবারে নিম্নস্তর থেকে শুরু করে উচ্চস্তর পর্যন্ত চলবে সাংগঠনিক রদবদল। প্রসঙ্গত, রাজ্য বা জেলাস্তরের সাংগঠনিক রদবদল করতে তেমন বেগ পেতে হয়নি শাসক দলকে, কিন্তু গোল বাঁধছে একেবারে নিম্ন স্তর যেমন ব্লক বা বুথ স্তরে।

অল্প কিছুদিন আগেই উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্লক স্তরে দলীয় রদবদলের কথা বলতে গিয়ে দলের সদস্যদের কাছেই বিক্ষভের মুখে পড়তে হয়েছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার এধরণের চিত্র দেখা যাচ্ছে পুরুলিয়া জেলাতেও। সেখানে ব্লকস্তরে রদবদল ঘটাতে অনেকবার বৈঠক করার পরেও জেলার ব্লক সভাপতিদের নাম চূড়ান্ত করতে পরলো না শাসকদল। একাধিক নাম উঠে আসায় দলের মধ্যে বাড়ছে বিভ্রান্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানান হয়েছে যে, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসে দলের নতুন সভাপতি, কোঅর্ডিনেটর, দলের সম্পাদক ও যুব সভাপতি প্রমুখদের সঙ্গে নিয়ে কলকাতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠক মঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, জেলার ব্লক সভাপতিদের নামের তালিকা তাড়াতাড়ি তৈরী করে কলকাতার তৃণমূল অফিসে পাঠিয়ে দিতে। এরপর চরম গোপনীয়ভাবে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি ও সবে সংগঠনের দায়িত্বে আসা নেতা ও বিধায়কদের নিয়ে চলে তিনদিনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। পুরুলিয়া জেলার প্রতি ব্লকের বিষয়ে এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছিল।

এই বৈঠকের বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জনৈক কোঅর্ডিনেটর জানিয়েছেন যে, পুরুলিয়া জেলার প্রতিটি ব্লক থেকেই ব্লক সভাপতি হিসেবে একাধিক ব্যক্তির নাম ইতিমধ্যেই জমা পড়েছে। দলের বিধায়কেরাও বেশ কিছু ব্যক্তির নাম জমা দিয়েছেন। জমা পড়া সমস্ত নামের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনাও দলের তরফ থেকে করা হয়েছে। বিভিন্ন ব্লকে ব্লক সভাপতি রূপে পুরোনো তৃণমূল নেতারা পুনর্বার তাদের দায়িত্বে ফিরে আসতে পারেন বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে। তৃণমূল দলে নতুন ব্লক সভাপতির মনোনয়ন প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নব্যেন্দু মাহালি বলেছেন, ” ব্লক সভাপতিদের নামের তালিকার বিষয়ে জেলা সভাপতি বলতে পারবেন। তবে এবার থেকে ব্লকে চেয়ারম্যান এবং কার্যকরী সভাপতি হিসেবে কোনও পদ থাকবে না। রাজ্যের নির্দেশ মেনেই তালিকা তৈরি হয়েছে।”

এই প্রসঙ্গে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন, ” সবার সঙ্গে আলোচনা করেই নামের তালিকা নির্দিষ্ট সময়ের মধ্যেই রাজ্যে পাঠানো হয়েছে। স্বচ্ছ ও সব পক্ষে গ্রহণযোগ্য কাজের মানুষের নামই পাঠানো হয়েছে। রাজ্য নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দেবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!