এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পেগাসাস বিতর্কে এবার চাঞ্চল্যকর দাবী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর, বাড়ছে তীব্র চাঞ্চল্য

পেগাসাস বিতর্কে এবার চাঞ্চল্যকর দাবী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর, বাড়ছে তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেগাসাস কাণ্ড নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। সংসদের অধিবেশন শুরুর দিন থেকেই পেগাসাস কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় অধিবেশন মুলতুবি করতে হয়েছে। মূলত বিরোধীরা পেগাসাস বিতর্কের পেছনে মোদি সরকারের হাত আছে বলে নিশ্চিত। কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ইজরায়েলি একটি স্পাইওয়্যারের মাধ্যমে দেশের বিরোধী নেতা-নেত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের ফোনে নজরদারি চালানো হতো। আর এবার সেরকমই কথা সাংসদে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, পেগাসাসের মাধ্যমে শুধু তাঁর ফোনেই নয়, তাঁর অন্যান্য নিরাপত্তারক্ষীদের ফোন থেকেও গোপন তথ্য জানতে চাওয়া হয়েছিল।

পাশাপাশি রাহুল গান্ধীকে পেগাসাস ঘটনা সম্পর্কে বর্ণনা দিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে রাহুল গান্ধী জানান। কার্যত রাহুল গান্ধী পেগাসাস নিয়ে রীতিমতো মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, তাঁর ফোনে আড়িপাতা অবশ্যই হয়েছিল। তবে একটি ফোন নয় বরং তাঁর একাধিক ফোনে আড়িপাতা হয়েছে। পাশাপাশি রাহুল গান্ধী জানিয়েছেন, আইবির দপ্তর থেকেই তাঁর কাছে ফোনে আসে। এবং জানানো হয়, তাঁর ফোন ট্যাপ হয়েছে বলে। একইসাথে রাহুল গান্ধী কি আলোচনা করেন এবং কি কথা বলেন তা তাঁর নিরাপত্তারক্ষীদের কাছেও জানতে চাওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত 2019 সালে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সুরক্ষাবলয় সরিয়ে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই তিনজনের নিরাপত্তা এখন সিআরপিএফ এর ওপরে। অন্যদিকে পেগাসাস কাণ্ড নিয়ে রাহুল গান্ধী মুখ খোলার পর বিজেপি পাল্টা জানিয়েছে, রাহুল গান্ধী যদি মনে করেন তাঁর ফোন ট্যাপ করা হয়েছে, তা হলে আইনি পথে সেই ফোনের পরীক্ষা করা হোক। তাতে যদি রাহুল গান্ধীর অভিযোগ প্রমাণিত হয়, তাহলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। ইতিমধ্যেই পেগাসাস কাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সংসদে । এমনকি স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে।

বোঝাই যাচ্ছে পেগাসাস কান্ডের বিতর্ক প্রত্যেকদিন নতুন নতুন মোড় নিচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেগাসাস কাণ্ডের অভিযোগ মানা হচ্ছেনা। বরং তাঁরা জানাচ্ছেন, এই ধরনের অভিযোগ সামনে আসলেও কোন প্রমাণ এখনো পর্যন্ত সামনে আসেনি। বরং মনে করা হচ্ছে, মোদি সরকারের বদনাম করার জন্য এ ধরনের অভিযোগ করছে বিরোধীরা সব মিলিয়ে পেগাসাস কান্ড ঘিরে নতুন কোন মোড় সামনে আসে কিনা, এখন সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!