এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মতুয়া ভোট – তুমি কার? তৃণমূল-বিজেপি তীব্র দড়ি টানাটানিতে ‘ফ্যাক্টর’ হবে কি নরেন্দ্র মোদির সভা?

মতুয়া ভোট – তুমি কার? তৃণমূল-বিজেপি তীব্র দড়ি টানাটানিতে ‘ফ্যাক্টর’ হবে কি নরেন্দ্র মোদির সভা?

লোকসভা নির্বাচনের আগে বাংলায় যতটা সম্ভব দলীয় সংগঠনকে চাঙ্গা করা যায়, তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাইতো রথযাত্রা বাতিল হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় হেভিওয়েট নেতাদের দিয়ে সভা করিয়ে নিজেদের পালে হাওয়া আনতে চাইছে গেরুয়া শিবির। আজ রাজ্যে একই দিনে আসতে চলেছেন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জানা গেছে, নরেন্দ্র মোদী ঠাকুরনগরে মতুয়া মহাসংঘ ও দুর্গাপুরে সভা করবেন এবং উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে সভা করবেন রাজনাথ সিং।

স্বাভাবিকভাবেই দুই হেভিওয়েট নেতার বাংলায় এই সভা ঘিরে ফের যে উত্তাল হতে চলেছে বঙ্গ রাজনীতি তা নিঃসন্দেহে বলাই যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, লোকসভা নির্বাচনের আগে ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা ঠাকুরনগর মতুয়াদের সিংহভাগ ভোট লোকসভা নির্বাচনে অত্যন্ত ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাই সেদিক থেকে সেই মতুয়া ভোটে যাতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ভাগ বসাতে না পারে সেজন্য সেই জায়গাতেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সভাকে ঘিরে সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর প্রধানমন্ত্রীর এই সভার তদারকি করছেন ঠাকুরবাড়িরই অন্যতম সদস্য শান্তনু ঠাকুর। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরনগরে সভা করবেন আর তাতে চুপ করে থাকবে তৃণমূল, তাও কখনও হয়! আর তাইতো এদিন প্রধানমন্ত্রীর সভার ঠিক আগের দিন গতকাল মোদি বিরোধী মিছিলে উত্তপ্ত হয়ে উঠল ঠাকুরনগর। জানা যায়, ঠাকুরনগর স্টেশন থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় ঠাকুরনগরের মেলা ময়দান পর্যন্ত। এদিনের এই মিছিলের নেতৃত্বে থাকা ঠাকুরবাড়ির অন্যতম সদস্য তথা তৃনমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, “প্রধানমন্ত্রীর আসা নিয়ে মতুয়াদের মধ্যে কোনো হেলদোল নেই। আসলে মিথ্যা গুজব রটিয়ে শুধু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে”।

অন্যদিকে প্রধানমন্ত্রীর ঠাকুরনগরের এই সভা নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। এদিন এই প্রসঙ্গে ঠাকুরবাড়ি অন্যতম সদস্য তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর বলেন, “মতুয়াদের ডাকেই প্রধানমন্ত্রী আসছেন। মতুয়াদের নিয়ে তিনি একাধিক ইতিবাচক বার্তা দিতে পারেন”। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের মতুয়া ভোটব্যাঙ্কই এখন শাসক এবং বিরোধী উভয়দলের কাছে মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে। তাইতো মতুয়া তুমি কার! সেই লড়াইয়ে শামিল হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি। তবে শেষ পর্যন্ত সত্যি সত্যিই এই মতুয়ারা কার দিকে থাকে তার জন্য অপেক্ষা করতেই হবে আগামী লোকসভা নির্বাচনের ভোটবাক্স খোলা পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!