এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিজেপিতে যোগ, গেরুয়া শিবিরে উচ্ছাস চোখে পড়ার মতো

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিজেপিতে যোগ, গেরুয়া শিবিরে উচ্ছাস চোখে পড়ার মতো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সৌরভ গাঙ্গুলীকে নিয়ে অনেকদিন জল্পনা চলছিল যে তিনি গেরুয়া শিবিরে আসতে পারেন। কিন্তু এরই মধ্যে গেরুয়া শিবিরে যোগদান করলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষণ শিবরামকৃষ্ণণ। দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, লক্ষণ শিবরামকৃষ্ণণ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন। এদিন গুজবকে সত্যি করে ভারতীয় দলে প্রাক্তন ক্রিকেটার লক্ষণ শিবরামকৃষ্ণণ যোগ দিলেন গেরুয়া শিবিরে। ক্রিকেট দুনিয়া থেকে অবসর গ্রহণের পরেও লক্ষণ শিবরামকৃষ্ণণ কিন্তু আলাদা নজির রেখেছিলেন আইসিসিতে।

প্রসঙ্গত তিনি 2017 সালে স্টার স্পোর্টস সর্বপ্রথম ধারাভাষ্য দিয়েছিলেন তামিল ভাষায়, যা এখনো পর্যন্ত এত বছরের ক্রিকেট ইতিহাসে কেউ কখনো করেনি। সূত্রের খবর, লক্ষণ শিবরামকৃষ্ণণ এদিন তামিলনাড়ুর বিজেপি সভাপতি সিটি রভির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন এবং বিজেপির সদস্য পদ নেন। এক্ষেত্রে উল্লেখ্য, 2021 এর বাংলার বিধানসভা নির্বাচনের কথা তো সবার জানা। পাশাপাশি তামিলনাড়ুতেও 2021 সালে হতে চলেছে বিধানসভার নির্বাচন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নিজেদের নির্বাচনী শক্তি বাড়াতে চাইছে। আর সেক্ষেত্রে প্রাক্তন ক্রকেটার লক্ষণ শিবরামকৃষ্ণণ বিজেপিতে যোগ দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই তামিলনাড়ু রাজ্যে গেরুয়া শিবির কিছুটা এগিয়ে থাকল বলে মনে করা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটারের জনসমর্থন খুব একটা কম নয়, আর সেই জনসমর্থনকেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে তৎপর বিজেপি। খুব স্বাভাবিকভাবেই বলা যায়, লক্ষণ শিবরামকৃষ্ণণ গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ফলে কাজ অনেকটাই সহজ হয়ে গেল গেরুয়া শিবিরের পক্ষে।

এই মুহুর্তে কেন্দ্রে গেরুয়া শিবির কিন্তু কৃষি আন্দোলনের জেরে কিছুটা কোণঠাসা। অন্যদিকে হায়দ্রাবাদে পুরসভার ব্যাপক জয় বিজেপিকে কিছুটা আশার আলো দেখিয়েছে। আর সেই সূত্রেই গেরুয়া শিবির কিন্তু বর্তমানে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণের রাজ্যগুলিতে নিজেদের প্রভাব বিস্তার করার। আর সেক্ষেত্রে মনে করা হছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষণ শিবরামকৃষ্ণণকে দলে নিয়ে বিজেপি কিন্তু এবার তামিলনাড়ু বিধানসভা দখলের পথ মজবুত করে তুলতে চাইছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!