এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ট্রাম্পের গদি যেতেই ঘুম উড়তে চলেছে মোদীর ভারতের? ‘নতুন’ প্রেসিডেন্টের বিবৃতিতে জল্পনা চরমে?

ট্রাম্পের গদি যেতেই ঘুম উড়তে চলেছে মোদীর ভারতের? ‘নতুন’ প্রেসিডেন্টের বিবৃতিতে জল্পনা চরমে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছিল, জো বাইডেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। যেখানে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে এসেছে ২১৪টি ভোট। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষে যদিও ৫৩৮ আসনের ইলেকট্রোরাল কলেজের ম্যাজিক ফিগার ২৭০ কেউই ছুঁতে পারেননি। কিন্তু এর কাছাকাছি আছেন বাইডেনই।

অন্যদিকে, আমেরিকার ৫০টি প্রদেশের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীদের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে সামনে এসেছে ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান ও উইসকনসিনের মতো সুইং স্টেটগুলির নাম। আর এদের মধ্যে থেকেই পেনসিলভেনিয়াতে ক্রমেই ভোটের ব্যবধান বেড়েছে বলে জানা গেছে। আর এই জায়গায় জিততে পারলেই তিনি ম্যাজিক ফিগার পার হয়ে যাবেন বলেই জানা গেছে। আর তারপর ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন হোয়াইট হাউস থেকে ট্রাম্পকে সরিয়ে ফেলতে সক্ষম হবেন।

জানা গেছে, বাইডেনের মতে জয় নিশ্চিত। এখন কেবল ঘোষণা সময়ের অপেক্ষা। কিন্তু এরই মাঝে ভেসে এসেছে ট্রাম্পের হুঁশিয়ারি। এদিন টুইট করে তিনি বলেন, জো বাইডেনের প্রেসিডেন্টের দফতর দখলের মিথ্যা দাবি করা উচিত নয়। এই দাবি তিনিও করতে পারেন। কিন্তু সেই সঙ্গে আইনি প্রক্রিয়া যে শুরুর মুখে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাত্‍ ভোটে কারচুপির অভিযোগ যে এখনও মেনে নিচ্ছেন তিনি, সেটা আলাদা করে বলে দিতে হয় না। তাই আগের মতোই আবারও আদালতে দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন তিনি। আর তাই প্রায় নিশ্চিত হওয়ার পরেও নিজের জয়ের ঘোষণা এখনও করেননি বাইডেন। তবে এরই মধ্যে এদিন নিজের হোমটাউন ডেলাওয়্যারের উইলমিংটনে এক জনসভায় প্রেসিডেন্ট হলে তাঁর ভবিষ্যত কার্যনীতি নিয়ে বার্তা দেন বাইডেন। সেখানে তাঁর সঙ্গে ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে থাকতে দেখা যায়।

এদিন নিজের বক্তৃতায় বাইডেন বলেন, “আমাদের রাগ, দ্বেষ পিছনে ফেলে এগিয়ে আসতে হবে। এবার সময় হয়েছে দেশ হিসেবে আমাদের একজোট হয়ে লড়াই করার। প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হল গোটা দেশের প্রতিনিধিত্ব করা। আমি সবাইকে বলতে চাই প্রথম দিন থেকে ভাইরাসকে নিয়ন্ত্রণ করার কাজ শুরু হবে। যে প্রাণগুলি চলে গিয়েছে সেগুলি হয়তো ফিরিয়ে আনতে পারব না। কিন্তু এই কাজের মাধ্যমে আগামী দিনে অনেক প্রাণ বাঁচবে।”

বস্তুত, বর্তমানে, আমেরিকায় ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। করোনার দ্বিতীয় ঢেউতে টালমাটাল মার্কিন যুক্তরাষ্ট্রে শুক্রবার নতুন করে সংক্রমণের রেকর্ড হয়েছে। জানা গেছে সম্প্রতি ১ লাখ ২৭ হাজারের বেশি আক্রান্ত দেখা গিয়েছে। বস্তুত, আমেরিকায় সংক্রমণ মোকাবিলা করতে ট্রাম্প প্রশাসন যে কতটা ব্যর্থ হয়েছে সেই কথাটাই তিনি বারবার তুলে ধরেছেন নির্বাচনী প্রচারে।

আর সাধারণ মানুষের মনে তিনি যে এই কথাটা ঢোকাতে পেরেছেন সেটাই প্রমাণ হয়ে গেছে। কারণ তারই ফল দেখা গেছে ভোটের ফলাফলে। আর তাই ভোটের ফলাফল ঘোষণার আগেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেন নিজের বার্তা দিতে গিয়ে সেই করোনার কথাই বলেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!