এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী ৩-৪ দিনের মধ্যেই পুলওয়ামা পার্ট-২? গোয়েন্দা রিপোর্টে ছড়ালো তীব্র চাঞ্চল্য

আগামী ৩-৪ দিনের মধ্যেই পুলওয়ামা পার্ট-২? গোয়েন্দা রিপোর্টে ছড়ালো তীব্র চাঞ্চল্য


পুলওয়ামা হামলার বদলা নিতে পাকিস্থানের বিরুদ্ধে এয়ারস্ট্রাইক করেছিল ভারত সরকার। তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি জইশ-ই-মহম্মদ। তবে বদলার শিকার হয়ে চুপ করে বসে নেই তারা। প্রতিঘাত করার জন্যে তুষের আগুনের মতো ফুষছে তারা। ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্রও কষে ফেলেছে তারা গোয়েন্দাদের রিপোর্ট অনুসারে,আগামী ৩-৪ দিনের মধ্যে ভারতের বিরুদ্ধে আত্মঘাতী হামলা করার ছক কষেছে জইশ।

এবারও সেনাদের কনভয়কেই টার্গেট করেছে তারা। তাই গোয়েন্দাদের তরফ থেকে বিশেষ সতর্কবার্তাও পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। এর জেরেই গোটা ভূস্বর্গ জুড়ে ফের একবার চরম সতর্কতা জারি হয়েছে। এদিকে পুলওয়ামার মতো মর্মান্তিক হামলার মাস খানেকের মধ্যেই ফের একবার হামলার সতর্কতায় রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা দেশে। দ্বিতীয় বার পুলওয়ামার মতো আত্মঘাতী হামলার সাক্ষী থাকতে হবে কিনা,তা নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

প্রসঙ্গত,গত ১৪ ফেব্রুয়ারি গোটা বিশ্ব যখন একে অপরকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিতে ব্যস্ত,সেসময়ই কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গি আদিল ৩৫০ কিলোগ্রাম বিস্ফেরক বোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মেরেছিল সেনা কনভয়ের একটি বাসে। পরিনামে ঘটনাস্থলেই শহীদ হয়েছিলেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান।

আত্মঘাতী হামলার নজির দেখে দেশ সহ আৎকে উঠেছিল গোটা বিশ্ব। আবারও একই ছক কষে জম্মু-কাশ্মীরে বড়সড় বিস্ফোরণের প্ল্যান করছে জঙ্গি সংগঠনটি। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ,কুজিগুন্দ এলাকাকেই বিশেষত টার্গট করেছে তাঁরা। এমনটাই সূত্রের খবর।

গত বৃহস্পতিবার জম্মু বাসস্ট্যান্ডে একটি যাত্রী বোঝাই বাসে গ্রেনেড হামলা করেছে এক হিজবুল জঙ্গি। এর জেরে প্রাণ গিয়েছে দুজনের এবং আহত হয়েছেন ত্রিশেরও বেশি। ধৃত হিজবুল জঙ্গিকে জেরা করে বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে বলেই দাবী করছে তদন্তকারী অফিসাররা। এই ঘটনার পর জইশের গোপন ষড়যন্ত্রের হদিশ পান গোয়েন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বালাকোট,মুজাফফরবাদ ও চাকোতির তিনটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় বায়ুসেনা মিরাজ-২০০০। এখনো পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা পাওয়া না গেলেও জইশের অনেক জঙ্গীই এতে খতম হয়েছে বলে দাবী ভারত সরকারের। তবে পাকিস্তানের সন্ত্রাসবাদকে এখনো পুরোপুরি দমন করা যায়নি বলেই জানাচ্ছে গোয়েন্দারা।

সূত্রের খবর,এখনো পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের ২২ টি ঘাঁটি সক্রিয় রয়েছে। এর মধ্যে আবার ৯ টি ঘাঁটি আবার জইশের। এরাই সীমান্ত পেরিয়ে ফের ভারতীয় সেনা কনভয়ে আক্রমণ করার প্ল্যান করছে। ফলত যেকোনো সময়ে হামলা হওয়ার একটা আশঙ্কা রয়ে গিয়েছে।

এদিকে সামনেই লোকসভা ভোট৷ আর কয়েকদিনের মধ্যেই ভোটের দিনক্ষণ প্রকাশিত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার আগেই ফের হামলার সম্ভাবনায় রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে মোদী সরকার,এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!