বক্তব্য রাখছেন পুনম মহাজন,কি বললেন দেখে নিন জাতীয় রাজ্য August 11, 2018 সোনার বাংলা করব, পশ্চিম বাংলাদেশ করব না। বক্তব্য রাখছেন পুনম মহাজন। দিদি – এই ভিড় দেখে নিন, এটা তো শুধু ট্রেলার, পিকচার অভি বাকি হ্যায়। বাংলায় পরিবর্তন হয় নি, হয়েছে শুধু রঙের পরিবর্তন হয়েছে। বাংলায় তৃণমূলের লোকের পরিবর্তন হয়েছে, শুধু চিটফান্ড কান্ড হয়েছে। ওনার নাম ‘মমতা’ কিন্তু নামের মত ওনার মনে কোন ‘মা’ ও ‘মমতা’ নেই। মা-মাটি-মানুষ – সবাই আজ হতাশ। টিএমসির অর্থ কি? টেরর-মেকিং-মেশিন হয়ে গেছে। কেজরিওয়াল দিল্লিকে লন্ডন করতে পারেননি, রাহুল গান্ধী আমেঠিকে সিঙ্গাপুর করতে পারেননি, কিন্তু দিদি বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে ফেলেছেন। স্বামী বিবেকানন্দের নাম নরেন্দ্র ছিল, ওনার স্বপ্ন আরেক নরেন্দ্র, মোদীজি পূরণ করবেন। দেখবেন বাংলার ‘ইউ-টার্ন দিদি’ দেখবেন। আপনার মতামত জানান -