এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রায় পছন্দ না হওয়ায় বিচারপতিকে ‘করোনা অভিশাপ’ আইনজীবীর! হুলুস্থুলু কান্ড কলকাতা হাইকোর্টে!

রায় পছন্দ না হওয়ায় বিচারপতিকে ‘করোনা অভিশাপ’ আইনজীবীর! হুলুস্থুলু কান্ড কলকাতা হাইকোর্টে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিজের মক্কেলের বিপক্ষে আদালতের রায় যাওয়ায় আদালতের বিচারপতিকে করোনা রোগে আক্রান্ত হবার অভিসম্পাত করলেন জনৈক আইনজীবী। হাইকোর্টের বিচারপতিকে রীতিমত করোনা আক্রান্তের অভিসম্পাত দিতে দিতে টেবিল চাপড়াতে দেখা গেল এই আইনজীবীকে। এবার আদালতে আইনজীবীর এই অভব্য আচরণের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো আদালতে।

প্রসঙ্গত কয়েক মাস আগে একটি বাস বাজেয়াপ্ত করার ঘটনায় হাইকোর্টে রুজু করা হয় একটি মামলা। উক্ত মামলায় হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলা টির হয়ে সওয়াল করেছিলেন কলকাতা হাইকোর্টের জনৈক আইনজীবী বিজয় অধিকারী। প্রসঙ্গত, সঠিক সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হবার কারণে চলতি বছরের গত ১৫ ই জানুয়ারি আইনজীবী বিজয় অধিকারীর মক্কেলের কাছ থেকে একটি বাস বাজেয়াপ্ত করে নেয় বাসটির ঋণদানকারী ব্যাংক।

বাসটিকে বাজেয়াপ্ত করার পর বাসটি নিলাম করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আইনজীবী বিজয় বাবু তার মক্কেলের নেওয়া এই বাসটির নিলাম প্রক্রিয়ার স্থগিতাদেশ জারির আবেদন করেছিলেন হাইকোর্টে। তিনি চেয়েছিলেন জরুরী ভিত্তিতে এই মামলাটির শুনানি করার নির্দেশ দিক হাইকোর্ট।

কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে বিজয় বাবুর এই আবেদন খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। এই মামলাটির রায়দান প্রসঙ্গে বিচারপতি দীপঙ্কর তথ্য জানিয়েছেন, ” যেহেতু বাসটি ১৫ ই জানুয়ারি আটক করা হয়েছে তাই এটি কোনও আর্জেন্ট বা জরুরী ম্যাটার নয়। নির্ধারিত সময়ে মামলার শুনানি হবে সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিচারপতির এই রায় শোনবার পরেই ভয়ানকভাবে ক্রুদ্ধ হন ও নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ হারান আইনজীবী বিজয় অধিকারী। সংবাদ সূত্রে জানা গেছে বিচারপতির রায় ঘোষণা কালে বিচারপতিকে বাধাদানে বাধা দেবার উদ্দেশ্যে তিনি বারবার টেবিল চাপড়ে থাকেন । সেই সময়েই বিচারপতিকে অভিসম্পাত জানান, ”রায় না দিলে আপনি করোনা আক্রান্ত হবেন।”

যদিও এর ফলে বিচারপতি তাঁর রায়দান বন্ধ রাখেননি, পরিবর্তে নিজেকে নিয়ন্ত্রণ ও সেই সঙ্গে আদালতে সঠিক আচরণ প্রদর্শনের সতর্কবার্তা দেন। কিন্তু এত করেও বিজয় বাবুকে শান্ত করা যায়নি তিনি ক্রমাগত টেবিল চাপড়াতে ও অভিশাপ দিতে থাকেন।

পরবর্তীকালে আদালতের মর্যাদাহানির মামলা করে ও আইনজীবী বিজয় অধিকারীর বিরুদ্ধে আদালতের নিয়ম ভঙ্গের অভিযোগ এনে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এ সম্পর্কে তিনি জানিয়েছেন ‘‘ অধিকারীকে জানাতে চাই, আমি আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া কিংবা ভাইরাসের দ্বারা সংক্রমিত হওয়াকে ভয় পাই না। আদালতের মর্যাদা আমার কাছে সর্বোচ্চ। এবং তা বজায় রাখতে ওঁর বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হচ্ছে। ”

অন্যদিকে এই মামলায় রায়দানের পরবর্তীতে বিচারপতি দীপঙ্কর দত্ত বদলি হন। সম্প্রতি তিনি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্বভার গ্রহণ করেছেন। আর এর ফলেই আইনজীবী বিজয় অধিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি এবার স্থানান্তরিত করা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.বি. রাধাকৃষ্ণনের এজলাসে, যেই মামলাতে এবার জবাব দিতে চলেছেন আইনজীবী বিজয় অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!