এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের চার কেন্দ্রের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিজেপি, আদালতে যাওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর!

রাজ্যের চার কেন্দ্রের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিজেপি, আদালতে যাওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিজেপি এবার রাজ্যে কাঙ্খিত আসন পায়নি। ২০১৯ সালের থেকেও কম আসন দখল করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। আর এই পরিস্থিতিতে দলের ভেতরে, বাইরে বিদ্রোহ তৈরি হচ্ছে। তবে ভোটের সময় থেকেই শুভেন্দু অধিকারী বেশ কিছু এলাকার নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। আর এবার রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সূত্রের খবর, আজ সাংবাদিক বৈঠকে সেই কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি স্পষ্ট করেছেন যে, রাজ্যের চারটি লোকসভা কেন্দ্র অর্থাৎ বসিরহাট, ঘাটাল, জয়নগর এবং ডায়মন্ডহারবারের ফলাফল অত্যন্ত সন্দেহজনক। তাই এই সমস্ত কেন্দ্রের একাধিক বুথের সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তা যাতে কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়, তার আবেদন জানাবে বিজেপি।

পাশাপাশি গোটা বিষয় নিয়ে সিবিআই তদন্তের আবেদন জানানো হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও, বিজেপি রাজ্যের লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে এখন তৃণমূলকে চাপে রেখে আদালতের শরণাপন্ন হয়ে রীতিমত মাস্টারস্ট্রোক দিতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!