এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > রাজ্য বিজেপি সভাপতিকে তীব্র আক্রমণ পরিবণমন্ত্রী শুভেন্দু অধিকারীর,ভোট তরজায় মুখর কাঁথি

রাজ্য বিজেপি সভাপতিকে তীব্র আক্রমণ পরিবণমন্ত্রী শুভেন্দু অধিকারীর,ভোট তরজায় মুখর কাঁথি


রাজ্য বিজেপির আগামী লক্ষ্য হচ্ছে 2021 এর পশ্চিমবঙ্গের বিধানসভা দখল। আর সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে রাজ্য বিজেপি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। ইতিমধ্যে হয়ে গেছে অবশ্য উপনির্বাচন। কিন্তু উপনির্বাচনে রাজ্যের তিনটি জায়গা থেকে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়ে। কিন্তু উপনির্বাচনে হারলেও সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন আগেই মেদিনীপুরের কাঁথিতে মিছিল করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মিছিলের পর সোমবার এই কাঁথিতেই মিছিল করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন মিছিল শেষে তিনি বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, ‘খড়্গপুরে হেরে দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ হয়ে গেছে।’ এদিন কাঁথি শহর দেখেছে দিলীপ ঘোষের নেতৃত্বে যে মিছিল বেরিয়েছিল সে তুলনায় শুভেন্দু অধিকারীর মিছিলে জনগণের সংখ্যা ছিল অনেক বেশি। আর তাই শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা কোনও পালটা মিছিল নয়। কারণ ওই মিছিলের সঙ্গে এর কোনও তুলনা হয় না। দশ গোলে হারিয়ে দিয়েছি।’

সামনে পুরভোট আর পুরভোটকে মাথায় রেখেই কাঁথিতে সভা করতে গিয়ে দিলীপ ঘোষ কাঁথি পৌরসভা দখলের আহ্বান জানান। তবে এদিন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের উত্তরে বলেন, 1995 সালে পুরসভা দখল করতে সিপিএম জ্যোতিবাবুকে প্রচারে এনেছিল। ৮৭ সালে শিশিরবাবুকে (শিশির অধিকারী) টিকিট দেয়নি কংগ্রেস। রাজীব গান্ধীকে এনেছিল কাঁথিতে। হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এরা তো আর জ্যোতিবাবুর থেকে বড় নেতা নন। এখানে আমরা যাকে ভোট দিতে বলব, মানুষ তাকেই ভোট দেবে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি হয়ে যাওয়া খড়গপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছিল তৃণমূল। এতদিনের দখলে থাকা খড়্গপুর বিজেপির হাত থেকে বেরিয়ে যায়। ছ মাস আগেও যেখানে লোকসভা ভোটে বিজেপি বহুলাংশে এগিয়েছিল, সেখানেই ছমাস পর উপ-নির্বাচনে দেখা যায় ধ্বস নেমেছে। এদিন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে আক্রমণ করে আরও বলেন, ‘খড়্গপুরে প্রথম দিন বললেন, শুভেন্দু নিজের জেলা সামলাতে পারে না আবার খড়্গপুরে এসেছে। দ্বিতীয় দিন বললেন, মাফিয়া শুভেন্দু। তৃতীয় দিন বললেন, আসবে হেঁটে হেঁটে, ফিরবে স্ট্রেচারে চেপে। গণনার পরের দিন আমি জয়মাল্য পরে মানুষকে নতমস্তকে প্রণাম জানালাম। আর তুমি দিলীপ ঘোষ থেকে হারাধন ঘোষ হয়ে গেছ।’

কাঁথিতে এদিনের জনসভায় শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির অবস্থা অন্যান্য নির্বাচনে কি হয়েছে তা তুলে ধরে এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন হরিয়ানার আসন কমা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের কুরসী হারানোর কথা। শুভেন্দু অধিকারী বলেন, ‘ওরা ভাবছে লোকসভায় ৩০০-র বেশি আসন পেয়েছে বলে যা ইচ্ছে তাই করবে। বুদ্ধদেব ভট্টাচার্যও ২০০৬ সালে ২৩৫টি আসন পাওয়ার পর ঔদ্ধত্য দেখিয়েছিলেন। কী হয়েছে সিপিএমের অবস্থা সবাই দেখতে পাচ্ছে।’

বর্তমানে বিজেপির লক্ষ্য 2021 সালের বিধানসভা ভোট, আর তার আগে এবছরেই পশ্চিমবঙ্গ জুড়ে হবে পুরসভা ভোট। আপাতত সেদিকে লক্ষ্য রেখে রাজ্য বিজেপি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে সম্প্রতি হয়ে যাওয়া উপনির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় তৃণমূল বিপুল ভাবে জয় নিয়ে ফিরে আসে। এবার তৃণমূলের লক্ষ্য সামনের পুরভোট। আর তাই তাঁরাও রাজ্যজুড়ে প্রচারে নেমেছে। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, লোকসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দল যেভাবে কোণঠাসা হয়ে পড়েছিল, উপনির্বাচনের পর আবার স্বমহিমায় রাজ্য রাজনীতিতে ফিরে আসে তাঁরা। আপাতত সামনের পুরো ভোটকে মাথায় রেখে রাজনৈতিক দলগুলি প্রচারে নেমেছে। সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!