এখন পড়ছেন
হোম > জাতীয় > রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে তৃণমূল ! অভিষেকের কথায় জল্পনা তুঙ্গে,কেন একথা বললেন? জেনে নিন

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে তৃণমূল ! অভিষেকের কথায় জল্পনা তুঙ্গে,কেন একথা বললেন? জেনে নিন


 

প্রিয়বন্ধ মিডিয়া রিপোর্ট-  ইতিমধ্যেই ঘোষণা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এছাড়াও ঘোষিত হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ । যার ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বেজে উঠেছে দামামা । দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীকে জেতাতে রীতিমতো তৎপর হয়ে উঠেছে। আর এমত পরিস্থিতিতেই দেখা গেল বিজেপির মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার ইঙ্গিত বার্তা দিলেন বিজেপি বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি তিনি শিলংয়ে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন ও কর্মিসভা উপলক্ষ্যে একদিনের সফরে মেঘালয় গিয়েছেন।গত বুধবার সেখানে একটি সাংবাদিক বৈঠক করেন , যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি প্রার্থীকে তৃণমূল সমর্থন করছে কি সে বিষয়ে প্রশ্ন করতেই তিনি জানান বিজেপির তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থী ঘোষণা তপশিলি উপজাতিতে অগ্রগতির জন্য নয়, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।

এর পর সাংবাদিক বৈঠক থেকে সকলকে চমকে দিয়ে তিনি জানান এই নির্বাচনে তৃণমূল তপশিলি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে রাজি। তবে তার জন্য তিনি বেশ কিছু শর্ত দিয়ে বলেন  “আমরা এনডিএ প্রার্থীকে সমর্থন দেব , দ্রৌপদী মুর্মু প্রকাশ্যে বলুক রাষ্ট্রপতি পদে বসার তিন মাসের মধ্যে দলিত সংক্রান্ত ৯০ শতাংশ মামলা যা আদালতে ঝুলে রয়েছে তা শূন্যে নেমে আসবে। এসসি, এসটি সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের স্কলারশিপ কমানো হবে না। আগামী বছর কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাটের মত রাজ্যগুলিতে কোনও দলিতের উপর অপরাধ মূলক ঘটনা ঘটবে না। ওনাকে বলতে হবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক স্বার্থ নয়, দেশের সংবিধানই তাঁর মূল মন্ত্র হবে। এই প্রতিশ্রুতি যদি দেওয়া হয়, তবে আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম অবশ্যই সমর্থন করব এনডিএ প্রার্থীকে।” সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!