এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার প্রতিষেধক নিয়ে সুখবর দিল ভারত বায়োটেক, আশায় বুক বাঁধছে ভারতবাসী

করোনার প্রতিষেধক নিয়ে সুখবর দিল ভারত বায়োটেক, আশায় বুক বাঁধছে ভারতবাসী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই করোনার প্রতিষেধক নিয়ে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তবে যেহেতু নিশ্চিতভাবে প্রতিষেধকের কথা এখনো জানা যায়নি, তাই করোনা ভাইরাসের সংক্রমণও এখনো নিয়ন্ত্রণে আসেনি। বরং দিনে দিনে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বিশ্ব নাগরিকরা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে করোনার প্রতিষেধকের। একইভাবে ভারতের বাসিন্দারাও প্রতিষেধকের অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার আশার কথা শোনালো ভারত বায়োটেক। হরিয়ানায় ভারত বায়োটেক এর করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু হতে চলেছে।

আর এরই পরিপ্রেক্ষিতে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন করোনার টিকার চূড়ান্ত পর্বের ট্রায়ালে প্রথম ডোজ তিনি নেবেন। তিনি তার নাম নথিভুক্ত করে ফেলেছেন বলে দাবী করেছেন। ইতিমধ্যেই অবশ্য ভারত বায়োটেক তৃতীয় বা চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু করেছে। দেশের বাইশটি জায়গায় এই টিকার ট্রায়াল চলছে বলে জানা যাচ্ছে। 26000 জন এই তৃতীয় পর্বের ট্রায়ালে অংশগ্রহণ করবেন বলী খবর। টিকার তৃতীয় পর্বের ট্রায়ালে প্রথম ডোজ নিয়েছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উপাচার্য তারিক মনসুর। আইসিএমআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই একটি কমিটি তৈরি করা হয়েছে।

সেই কমিটি থেকে ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে দেশের সমস্ত স্তরের মানুষের কাছে। ভারত বায়োটেক গত 2 রা অক্টোবর চূড়ান্ত পর্বের জন্য ড্রাগ কন্ট্রোল এর অনুমতি চেয়েছিল। নানা কারণে সেই আবেদন মঞ্জুরি পাচ্ছিল না। ইতিমধ্যে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কিভাবে এবং কতজনকে এই ট্রায়ালের ডোজ দেওয়া হবে, তার সম্পূর্ণ নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তৃতীয় পর্বে অন্তত 28500 জন স্বেচ্ছাসেবক এই টিকা গ্রহণ করছেন। দিল্লি, মুম্বাই, পাটনা, লখনৌ শহরসহ দেশের দশটি রাজ্যে ভারত বায়োটেক এর আবিষ্কৃত করোনার প্রতিষেধক এর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃতীয় পর্বের ট্রায়াল রিপোর্ট দেখে এবার উৎপাদন শুরু হবে। জানা যাচ্ছে, আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই এই টিকার পর্যাপ্ত ডোজ বাজারে চলে আসবে। ভারতের বিভিন্ন সংস্থা করোনার প্রতিষেধক তৈরি করছে। কিন্তু তার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। ভারত বায়োটেক ঘোষণা করেছে, আগামী ফেব্রুয়ারিতে করোনার প্রতিষেধক বাজারে আসতে চলেছে। সেই হিসাবে এখন থেকেই টিকার বিতরণের যাবতীয় প্রস্তুতি সারা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকসূত্রে জানা গেছে, চারটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে টিকা প্রদানের জন্য। প্রথম টিকা পেতে চলেছেন ডাক্তার-নার্স তথা স্বাস্থ্যকর্মী ও ডাক্তারি পড়ুয়ারা। অর্থাৎ যারা প্রথম সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন।

এর পরেই দ্বিতীয় সারিতে থাকছেন পুলিশ, প্রশাসনিক কর্তারা ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্তরা। এবং তৃতীয় ও চতুর্থ ক্যাটাগরিতে থাকবেন প্রবীণ ও কো-মর্বিডিটির রোগীরা। সব মিলিয়ে দেশের মানুষের কাছে দিপাবলীর পর এটি অত্যন্ত খুশির খবর। এখনো পর্যন্ত ভারতের বুকে করোনা সংক্রমণ যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের আতঙ্কও বেড়ে চলেছে। আর ঠিক সেই সময় ভারত বায়োটেক করোনার প্রতিষেধক নিয়ে আসার সুখবরের মধ্যে দিয়ে ভারতবাসীর মনে আশা জাগালো। এখন অপেক্ষা করোনা প্রতিষেধকের তৃতীয় ট্রায়ালের সফলতার। এই সাফল্যের সিঁড়ি বেয়েই আসবে করোনার সংক্রমণ থেকে মুক্তি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!