এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেজে গেলো ২০২১ এর দামামা, শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ!

বেজে গেলো ২০২১ এর দামামা, শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে সম্প্রতি জানান হয়েছে যে রাজ্যে সামারি রিভিশনের কাজ শুরু করা হয়েছে। যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বেশি সময় বাকি নেই, তাই ভোটের আগের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়, সেটাই চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। আর তাই ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল থেকে শুরু হওয়া এই কাজ আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানা গেছে। সেইসঙ্গে সামারি রিভিশনের কাজ চলার সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে নাম তোলা, বাদ দেওয়ার আবেদনগ্রহণ এবং শুনানির কাজও চলবে বলে জানা গেছে। এই কাজের চূড়ান্ত প্রক্রিয়া চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত। তবে তথ্য সূত্রে জানা গেছে, ১৫ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে।

আর এই তালিকাতেই বিধানসভা নির্বাচন হবে। তবে এক্ষেত্রে জানানো হয়েছে যে সামারি রিভিশনের পরও ভোটার তালিকায় নাম তোলার কাজ চলবে। সেক্ষেত্রে সামারি রিভিশন চলার সময় প্রতি শনি এবং রবিবার বিশেষ ক‍্যাম্প করে এই কাজ হবে বলেই জানা গেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ২০২১ সালের ১লা জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে, তাঁরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এক্ষেত্রে তাঁদের ছ’নম্বর ফর্ম পূরণ করতে হবে। এছাড়া নাম বাতিলের আবেদন করার জন্য সাত নম্বর ফর্ম, সংশোধনের জন্য আট নম্বর ফর্ম পূরণ করতে হবে বলে জানা গেছে। তবে ছ’নম্বর ফর্ম পূরণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

উক্ত প্রক্রিয়ায় ভোটার তালিকা সংযোজন-বিয়োজন, নাম ঠিকানা পরিবর্তন, নামের সংশোধন সহ সব কাজ করা হবে বলেও জানা গেছে। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা রাজ্যের ২৪টি জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করছেন বলে জানা গেছে। সেইসঙ্গে সামারি রিভিশনে পদ্ধতিগত বিশেষ কোনও পরিবর্তন হয়নি বলেও জানান হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, কনফারেন্সে বুথ স্তরের অফিসার বা বিএলআরও-রা যাতে নির্দিষ্ট সময় বুথে বসেন তা বলা হয়েছে। এছাড়া কোনও অস্থায়ী কর্মীদের দিয়ে এই কাজ করানো যাবে না, ভোটার তালিকা সংশোধনীতে পরিযায়ী শ্রমিকদের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা যায়।

এরই সঙ্গে প্রাপ্তবয়স্ক অথচ বিশেষভাবে সক্ষমদের নাম যাতে সহজে ভোটার তালিকায় ওঠে তা নজর রাখতে বলা হয়েছে বলে জানা গেছে। এরই সঙ্গে ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ গেলে তা কীসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, তার তথ্যও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!