এখন পড়ছেন
হোম > জাতীয় > রাষ্ট্রদ্রোহের বিস্ফোরক অভিযোগে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সরব বিজেপি, শোরগোল রাজনীতি মহলে

রাষ্ট্রদ্রোহের বিস্ফোরক অভিযোগে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সরব বিজেপি, শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেরালার বিধানসভার স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিস্ফোরক অভিযোগ এনেছে গেরুয়া শিবির। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে অবমাননার অভিযোগ আনা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, দেশের স্বাধীনতা সংগ্রামে স্বীকৃত নায়কদের অপমান করা রাষ্ট্রদ্রোহের শামিল। এর জন্য ক্ষমা না চাইলে বড়োসড়ো প্রতিবাদে নামার হুঁশিয়ারি দেয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।

সম্প্রতি মালাবার বিদ্রোহের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কেরালায়। যে অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন কেরালার বিধানসভার স্পিকার এম বি রাজেশ। রাজ্যের গ্রন্থাগার পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম বি রাজেশ জানিয়েছেন যে, শতবর্ষ পূর্বের আন্দোলনের অন্যতম চরিত্র ভেরিয়ান কুন্নাতু কুঞ্জাহমিদ গাজী তাঁর বিশেষ অবদানের জন্য ইতিহাসে ভগৎ সিং এর সমান মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখেন। ইংরেজরা তাঁকে প্রস্তাব দিয়েছিল যে, তাঁর কৃতকর্মের জন্য তিনি যদি ক্ষমা চেয়ে নেন, তবে তাঁকে পুণ্য অর্জনের জন্য মক্কায় পাঠানো হবে। সে সময় তিনি জানিয়েছিলেন যে, ক্ষমা চাইতে হলে মক্কার চেয়ে তার কাছে মৃত্যুই শ্রেয় বলে মনে করছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভার স্পিকারের এই বক্তব্যের পর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বিজেপির পক্ষ থেকে। কেরালা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সি কৃষ্ণকুমার অভিযোগ করেছেন যে, কোন এক ধর্মীয় গোষ্ঠীর নেতাকে ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করে অবমাননা করেছেন তিনি স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, কোন ধর্মীয় নেতাকে ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করে তাঁর মতো স্বাধীনতা সংগ্রামীকে অসম্মান করা হয়েছে। দেশের স্বাধীনতার ইতিহাসে স্বীকৃত নায়কদের অবমাননা করা রাষ্ট্রদ্রোহের শামিল বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিপিএম দলের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।

এ বিষয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন কেরালা বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রণ। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বক্তব্যের পর এমবি রাজেশ বা দলের পক্ষ থেকে যদি ক্ষমা না চাওয়া হয়, তবে দেশ প্রেমিক মানুষেরা বড়োসড়ো প্রতিবাদে নামবেন। স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের নায়কদের যদি অবমাননা করা হয়, তবে তা ঘরে বসে কখনোই মেনে নেওয়া যাবে না। তবে, সিপিএমের পক্ষ থেকে ঘটনাকে বিজেপির অপপ্রচার বলে কটাক্ষ করা হয়েছে। কেরালা সিপিএমের ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক এ বিজয়রাঘবন এ প্রসঙ্গে জানালেন যে, ভগৎ সিংয়ের কোন অবমাননা করা হয়নি তার বক্তব্যের মধ্যে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ টেনে আনা অসম্ভব ও অভিসন্ধিমূলক। তিনি কটাক্ষ করেছেন যে, ভগৎ সিং সম্পর্কে বিজেপি, আরএসএস-এর নেতাদের কাছ থেকে শুনতে হবে, এখনো এমন দুর্দিন আসেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!