এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়

ফের ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়


এবার ইডির দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পত্নী রত্না চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের জেরেই এদিন সল্টলেকে ইডির দপ্তরের হাজিরা দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন রত্না চট্টোপাধ্যায়কে তলব করা হল?

অনেকেই মনে করছেন, কিছুদিন আগেই এই ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জানা যায়, তদন্তকারী সংস্থার কর্তাদের সেই সময় রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু তথ্য দেন তাঁরা। আর সেই অভিযোগ এবং তথ্য মিলিয়ে দেখতেই ডেকে পাঠানো হয়েছিল রত্নাদেবীকে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু এর আগে ইডির দপ্তরে হাজিরা দিয়ে রত্না চট্টোপাধ্যায় বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন বৈশাখী বন্দোপাধ্যায়?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইডি আধিকারিকদের বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, “শোভন চট্টোপাধ্যায় কে না জানিয়েই বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগ করেছেন এমনকি রত্না।” এমনকী সেই রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেনামী সম্পত্তির অভিযোগও করেছিলেন তিনি। আর সেই সময় বৈশাখীদেবীর সম্পূর্ণ বয়ান রেকর্ড করেছিল ইডি।

এদিকে এর আগে নারদ তদন্তে ইডি কর্তাদের কাছে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছিল এই রত্নাদেবীর বিরুদ্ধে। যা নিয়ে পরবর্তীকালে আয়কর বিভাগের কাছে সম্পূর্ণ তথ্য যাচাই করবার জন্য পাঠিয়েছে ইডি। কেননা নারদ তদন্তে রত্না চট্টোপাধ্যায় যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন তাতে লোন দেওয়া নেওয়ার তথ্য পাওয়ার পাশাপাশি ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

যদিও বা প্রথম থেকেই ব্যাপারে রত্না চট্টোপাধ্যায় বলে এসেছেন যে, আয়কর দপ্তর চাইলেই ফের তদন্ত করে দেখতে পারে। সব মিটিয়ে এবার ইডির দপ্তরের রত্না চট্টোপাধ্যায়ের হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!