এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আতঙ্কের মাঝেই বড়সড় সুখবর,‌ করোনাকে পরাজিত করে সুস্থ মনমোহন!

আতঙ্কের মাঝেই বড়সড় সুখবর,‌ করোনাকে পরাজিত করে সুস্থ মনমোহন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়ার সাথে সাথেই নানা মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যেই গোটা পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে শুরু করেছে। অক্সিজেনের অভাব যেমন দেখা দিচ্ছে, ঠিক তেমনই কিভাবে পরিস্থিতি আয়ত্তে আনা যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে।

হেভিওয়েট রাজনীতিবিদ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই এই করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন। যার ফলে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় সরকারের। আর এই পরিস্থিতিতে আট থেকে আশি সকলের জীবন নিয়ে সংশয় তৈরি হতে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। তবে এর মাঝেই খুশির খবর পাওয়া গেল। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তবে এবার মারন ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠলেন তিনি।

বস্তুত, চলতি মাসেই করনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর তারপরই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমস হাসপাতালে। দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা শুরু হয়েছিল সব মহলে।

অবশেষে করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন তিনি। জানা গেছে, বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মনমোহন সিংহকে। স্বাভাবিক ভাবেই এই খবর সামনে আসার সাথে সাথেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন সকলে। একাংশ বলছেন, করোনা ভাইরাস যেভাবে তার দাপট দেখাতে শুরু করেছে, তাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে নানা মহলে। অবিলম্বে সরকার যদি পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এই ভাইরাসের আকার ভয়াবহ হতে পারে বলেই মনে করা হচ্ছে।

আর এই পরিস্থিতিতে একের পর এক হেভিওয়েট ব্যক্তিত্ব করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করায় নানা মহলে আশঙ্কার আবহ তৈরি হয়েছিল। তবে বয়স হলেও, যেভাবে করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাতে এই ভাইরাসকে প্রতিহত করতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন একাংশ। যদিও বা সকলের মধ্যে সচেতনতা অত্যন্ত জরুরি বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তবে করোনা ভাইরাস নিয়ে সংকটের মাঝেও প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কিছুটা হলেও স্বস্তি বয়ে নিয়ে এল গোটা দেশে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!