এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শহরে নাড্ডা, অনুব্রত দেখালেন নিজের ক্ষমতা, বিজেপির ঘর ভেঙে তৃণমূলে বহু!

শহরে নাড্ডা, অনুব্রত দেখালেন নিজের ক্ষমতা, বিজেপির ঘর ভেঙে তৃণমূলে বহু!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার বুকে এই মুহূর্তে চলছে গুরুত্বপূর্ণ 2021 এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। বলা যেতে পারে, এই নির্বাচন বর্তমানে রীতিমতো যুদ্ধের রূপ নিয়েছে। বাংলার মসনদ দখল করতে এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলো প্রতিমুহূর্তে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে বড় হয়ে দেখা দিয়েছে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ব্যাপারটি। ফলস্বরূপ, রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে দলবদল।

অন্যদিকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে রাজ্যজুড়ে একাধিক পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। তার মধ্যে শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে চলছে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি। আর এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই শহরে হাজির হয়েছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের উদ্দীপনা তুঙ্গে। কিন্তু কেন্দ্রীয় সভাপতি নাড্ডা রাজ্যে উপস্থিত থাকাকালীন এবার তৃণমূল থেকে বিজেপিকে দেওয়া হলেও জোরদার ধাক্কা।

আর এই ধাক্কা দিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডল ওরফে কেষ্টা। রবিবার বোলপুরে অনুব্রত মণ্ডলের হাত ধরে বিরোধী দল থেকে একঝাঁক মহিলা ও পুরুষ যোগ দিয়েছেন তৃণমূলে বলে জানা যাচ্ছে। তৃণমূলের দাবি, যারা রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা অনেকেই বিজেপি কর্মী হিসেবে কাজ করছিলেন। 2021 এর বিধানসভা নির্বাচনের নিরিখে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে এবং উৎসাহী করে তুলতে রাজ্য জুড়ে চলছে বুথ ভিত্তিক কর্মীসভা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেরকমই রবিবার বোলপুরে তৃণমূলের একটি বুথভিত্তিক কর্মীসভা ছিল, যেখানে হাজির ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। জানা যাচ্ছে, রবিবার অনুব্রত মণ্ডলের হাত ধরেই বীরভূমের সর্পলেহনা এবং আলবাঁধা পঞ্চায়েতের প্রায় আড়াইশো জন মহিলা ও পুরুষ বিভিন্ন বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান করেছেন। এই দলবদলের কারণে তৃণমূলের আত্মবিশ্বাস যে কিছুটা বাড়বে, সে ব্যাপারে সন্দেহ নেই কারোর। অন্যদিকে গেরুয়া শিবির থেকে এই দলবদলের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে বিশেষজ্ঞদের মতে, বিজেপি বর্তমানে সংগঠনের দিক থেকে তৃণমূলের থেকে বেশ কিছুটা এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে। কিন্তু সেখানেও যদি এভাবে ভাঙ্গন শুরু হয়, তাহলে একুশের বিধানসভা নির্বাচন কিন্তু গেরুয়া শিবিরের কাছে যথেষ্ট চাপের হয়ে উঠবে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সময় যত যাচ্ছে ততই দলবদল এর পালা বাড়ছে রাজ্যজুড়ে। তবে বীরভূম জেলায় গেরুয়া শিবিরের ভাঙন কিন্তু যথেষ্ট চিন্তা ধরাচ্ছে বিজেপি শিবিরের। পাল্টা অনুব্রত মন্ডল কয়েকশো কর্মীকে দলবদল করিয়ে নিজের রাজনৈতিক ক্ষমতার পরিচয় রাখলেন এদিন।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!