এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সামনে এল ইয়শ নিয়ে বিজেপি নেতার পোষ্ট, প্রশাসনের ওপর ভরসা রাখার কথা বলায় গুঞ্জন শুরু রাজনৈতিক মহলে

সামনে এল ইয়শ নিয়ে বিজেপি নেতার পোষ্ট, প্রশাসনের ওপর ভরসা রাখার কথা বলায় গুঞ্জন শুরু রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরকে বড়সড় ধাক্কা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন হাওড়ার বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। যাকে গতবছর আমফানের সময় ব্যাপকভাবে কাজ করতে দেখা গিয়েছিল। কিন্তু ভাগ্যের ফেরে আজ তিনি সম্পূর্ণরূপে প্রচারের দুনিয়া থেকে আড়ালে চলে গিয়েছেন। আর তার কারণ গেরুয়া শিবিরে ঢক্কা নিনাদ সহযোগে যোগদান করে ভোটে দাঁড়ালেও জয়ের আস্বাদ তিনি পাননি। ফলস্বরূপ তাঁর কাজের সুযোগ একেবারেই কমে গিয়েছে। আর এবার রাজীব ব্যানার্জ্জীর পোষ্ট নিয়ে বাড়ল বিতর্ক।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজীব বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে তাঁর মন পড়ে রয়েছে মানুষের জন্য কাজ করার দিকে। কারণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে সাইক্লোন ইয়াশ। পাশাপাশি রয়েছে করোনা পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের পাশে থাকা অত্যন্ত জরুরী। বিরোধী দলে থাকলেও রাজীব বন্দ্যোপাধ্যায় এবার একটি গাইডলাইন প্রকাশ করলেন সাধারণ মানুষের জন্য। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে তাঁর কথায় উঠে এসেছে প্রশাসনের উপর ভরসা রাখার কথা। তিনি জানিয়েছেন, প্রশাসনের যাবতীয় সতর্কবার্তার দিকে যেন মানুষ নজর রাখে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি করোনা সম্পর্কে মানুষকে সাবধান করে রাজীব বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন মাক্স পড়ার জন্য এবং ঘনঘন সাবান জল দিয়ে হাত ধোয়ার জন্য। একই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা যে অত্যন্ত জরুরী সেকথাও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত গত বছরের ঠিক এই সময়ে এসেছিল আম্ফান। কিন্তু তখন সেচমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ব্যাপকভাবে তিনি সরকারি দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েন কাজে। তবে মনে করা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনো যথেষ্ট উদগ্রীব কাজ করার জন্য, বিপর্যয় মোকাবিলা করার জন্য।

অনেকেই মনে করছেন, যদি তৃণমূলে থাকতেন তাহলে হয়তো তাঁকেও বিপর্যয় মোকাবিলায় সক্রিয় দায়িত্ব দিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আপাতত রাজীব লোকচক্ষুর আড়ালেই কাজ করে যাচ্ছেন। তবে তিনি যেভাবে প্রশাসনের ওপর ভরসা রাখার কথা বলেছেন, তাতে গুঞ্জন বাড়ছে। ইতিমধ্যে গেরুয়া শিবির থেকে অনেকেই তৃণমূলের ফেরার আবেদন শুরু করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য এখনও পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আপাতত সবার নজর এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াশকে সামাল দেওয়া। রাজীব নিজেও তাই করছেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!