এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সংক্রমণ কমায় নবান্নের নতুন ঘোষণা লকডাউনের বিধিনিষেধ নিয়ে, জেনে নিন

সংক্রমণ কমায় নবান্নের নতুন ঘোষণা লকডাউনের বিধিনিষেধ নিয়ে, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টবিগত বেশ কয়েকদিন যাবৎ রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা একটু কমতির দিকে। একটা সময় রাজ্যের করোনা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে তড়িঘড়ি লকডাউন করা ছাড়া আর কোন রাস্তা ছিলনা রাজ্যের কাছে। কার্যত প্রায় প্রতিদিন রেকর্ডহারে বেড়ে চলেছিল আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এখন স্বস্তির খবর হলো, রাজ্যের করোনা সংক্রমণ এই মুহূর্তে নিম্নমুখী। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন, রাজ্যে হওয়া লকডাউন যথেষ্ট পরিমাণে কার্যকর ভূমিকা গ্রহণ করেছে সংক্রমণ কমাতে।

তবে এর এর উল্টো মতও যথেষ্ট যুক্তিযুক্ত। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, সঠিকভাবে টেস্ট হচ্ছেনা বলে বর্তমানে রাজ্যের করোনা সংক্রমণ নিম্নমুখী হয়ে রয়েছে। টেস্ট করলেই সংক্রমণ লাগাতার হারে বৃদ্ধি পাবে। তবে আপাতত রাজ্যের সংক্রমণ কম হওয়ার জন্য নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ আলগা করলেন। প্রথম দফার লকডাউনে যথেষ্ট কড়া মনোভাব ্রেখেছল রাজ্য সরকার। দ্বিতীয় দফার লকডাউনে অবশ্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার পরিস্থিতি বিচার করে সরকারীভাবে নতুন নিয়ম সামনে এলো। তবে জানা যাচ্ছে, প্রথমবারের মতো দ্বিতীয়বারেও লকডাউনে বেলা বারোটা থেকে তিনটে অবধি শাড়ি এবং গয়নার দোকান খোলা থাকবে। শাড়ি ও গয়নার দোকানের সাথে সাথে এবার থেকে রাজ্যের খুচরা দোকানগুলিও বেলা বারোটা থেকে তিনটে অবধি খোলা থাকবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি অফিসের জন্য ছাড় দেওয়া হয়েছে আজকের ঘোষণায়। এবার থেকে আপাতত পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে 10% কর্মীসহ কাজ শুরু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে সেক্ষেত্রে পুরোটাই কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। অন্যদিকে যেসব শ্রমিকদের ইতিমধ্যেই টিকাদান সম্পন্ন হয়েছে তাঁরাও নির্মাণ কাজে যেতে পারবেন বলে জানানো হয়েছে। আপাতত দ্বিতীয় দফার লকডাউন চলবে আগামী 16 জুন অব্দি। অন্যদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে মনে করা হচ্ছে, ধীরে ধীরে সংক্রমণ কমার সাথে সাথে লকডাউনের বিধিনিষেধও পরিবর্তন হচ্ছে এবং হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!