এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনাকালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন পদক্ষেপ গ্রাহক সুবিধার্থে

করোনাকালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন পদক্ষেপ গ্রাহক সুবিধার্থে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেন। যা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে এবার থেকে স্টেট ব্যাঙ্কের সেভিংস একাউন্ট হোল্ডারদের গুনতে হবে অতিরিক্ত জরিমানা। তবে এই নিয়ে সমালোচনার পাশাপাশি গ্রাহকদের সাহায্যার্থে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। করোনা মহামারীকালে স্টেট ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের জন্য নতুন সুবিধা আনা হয়েছে।

এবার থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সমস্ত গ্রাহকদের জন্য ইতিমধ্যেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই কর্তৃপক্ষ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন হোম ব্রাঞ্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করে জানানো হয়েছে, এবার থেকে নন হোম ব্রাঞ্চ থেকে চেক এবং উইথড্রল ফর্মের মাধ্যমে সর্বোচ্চ একদিনে 25000 টাকা তুলতে পারবেন গ্রাহকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হোম ব্রাঞ্চ ছাড়া যেকোনো এসবিআই ব্রাঞ্চে গিয়ে গ্রাহকরা এই টাকা তুলতে পারবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি জানা গেছে, এসবিআই গ্রাহকরা চেকের মাধ্যমে এবার থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে পরিচিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত এই নতুন নিয়ম চালু থাকবে।

তবে এই করোনার পরিপ্রেক্ষিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের পক্ষ থেকে গ্রাহকদের জন্য একের পর এক সুবিধা নিয়ে আসছে। কিছুদিন আগেই  ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা নামক একটি সুবিধা পেয়েছে গ্রাহক। এই পরিষেবার মাধ্যমে বাড়িতে বসেই এবার থেকে স্টেট ব্যাংকের চেক, ড্রাফট, পে অর্ডার, নতুন চেক বই ইত্যাদি পিকআপ এবং ডেলিভারির সুবিধা পাবেন গ্রাহক। নগদ টাকা তোলার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সর্বোচ্চ সীমার বৃদ্ধি ঘটিয়েছে আপৎকালীন পরিস্থিতিতে, তা যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!