এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকার গঠনের পর একাধিক জল্পনা নিয়ে আজ জোড়া বৈঠকে যোগদান মুখ্যমন্ত্রীর

সরকার গঠনের পর একাধিক জল্পনা নিয়ে আজ জোড়া বৈঠকে যোগদান মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বারের তৃণমূল সরকার গঠনের পর আজ দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর দুটো ও দুপুর তিনটের সময় জোড়া বৈঠক রয়েছে তৃণমূল ভবনে। বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর এবার উপনির্বাচন, পুরসভার নির্বাচন ও আগামী লোকসভা নির্বাচনের দিকে লক্ষ রেখে দল ও সংগঠনকে মজবুত করে তোলা ও নানা বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ দুপুর দুটোয় তৃণমূলের কোর কমিটির সঙ্গে প্রথম বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শীর্ষ পদে থাকা নেতৃত্বরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। জানা গেছে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। এছাড়া বৈঠকে থাকতে পারেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। প্রসঙ্গত, তাঁর সঙ্গে করা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, তবুও, এখনো তাকে রেখে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই এই নিয়ে আজকের বৈঠকে বিশেষ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দ্বিতীয় বৈঠক হতে চলেছে আজ বেলা তিনটার সময়। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও যোগদান করবেন বিভিন্ন জেলার তৃণমূল জেলা সভাপতি, বিধায়ক, রাজ্যসভা ও লোকসভার সাংসদরা। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে এই বৈঠকে। আবার, দলে নানা পরিবর্তনের ঘোষণাও হতে পারে। সম্প্রতি শাসকদল তৃণমূলে এক ব্যক্তি এক পদ নীতি ঘোষণা করা হয়েছে। যা আজকের বৈঠকে চূড়ান্ত হতে পারে। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রী জেলা সভাপতি বা অন্যান্য পদ থেকে অপসারিত হতে পারেন। সে ক্ষেত্রে উঠে আসতে পারেন একাধিক নতুন মুখ। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ানো হতে পারে। কারণ বিধানসভা নির্বাচনে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন। নিজের সাংগঠনিক ক্ষমতার তিনি যথেষ্ট পরিচয় দিয়েছেন।

আবার, তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে চলে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকে তৃণমূলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের ব্যাপারে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। আবার অভিযোগ উঠেছে, বিধানসভা নির্বাচনের সময়ে একাধিক ব্যক্তি তৃণমূল থেকেও দলের বিরুদ্ধে কাজ করেছিলেন। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয় নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে। সমস্ত কিছু নিয়েই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকের এই দুই বৈঠক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!