এখন পড়ছেন
হোম > জাতীয় > শাহের সঙ্গে মেগা বৈঠক শুভেন্দুর, কি নিয়ে কথা? আশাবাদী বঙ্গ বিজেপি!

শাহের সঙ্গে মেগা বৈঠক শুভেন্দুর, কি নিয়ে কথা? আশাবাদী বঙ্গ বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দিল্লি যাচ্ছেন, ঠিক তার আগেই হঠাৎ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিল্লি সফর জল্পনা সৃষ্টি করেছিল রাজ্য রাজনীতিতে। এমনিতেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আর তারপরেই বিরোধী দলনেতার দিল্লিতে পৌঁছে যাওয়া নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছিল।

অনেকেই বলেছিলেন যে, শুভেন্দু অধিকারীকে জরুরী ভিত্তিতে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। আবার অনেকে বলেছিলেন, নিজে থেকেই দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে তাকে ডাকা হয়েছে, নাকি স্বেচ্ছায় গিয়েছেন, তা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা না গেলেও দিল্লি গিয়েই প্রথম যে পদক্ষেপটি নিলেন রাজ্যের বিরোধী দলনেতা, তা দেখে আশার আলো তৈরি হয়েছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে। কেননা এটা সকলেই জানেন যে, নরেন্দ্র মোদী বিজেপির মুখ হলেও, অমিত শাহের একের পর এক পদক্ষেপ বিজেপি নেতা কর্মীদের সবথেকে বেশি উচ্ছ্বাসের সঞ্চার করে। সেদিক থেকে অমিত শাহের ক্ষুরধার মস্তিষ্ক এবং তার একের পর এক প্ল্যান যে তৃণমূলকে ধীরে ধীরে পতনের পথে নিয়ে যাচ্ছে, সেই সম্পর্কেও বিশ্বাস রাখেন বাংলার বিজেপি নেতা কর্মীরা।

স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী যখন ক্রমাগত এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তখন দিল্লিতে গিয়ে তার সঙ্গে অমিত শাহের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখান থেকে বেশ কিছু নির্যাস উঠে আসবে, যার ফলে আগামী দিনে এই রাজ্যের শাসক দল চাপে পড়বে বলেই মনে করছেন একাংশ।সূত্রের খবর, আজ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, সংসদেই কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। যেখানে বকেয়া ইস্যুতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে মিথ্যাচার করে চলেছেন কেন্দ্রের বিরুদ্ধে, তা নিয়েও অমিত শাহকে সব তথ্য তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলার একের পর এক ঘটনার কথা তুলে ধরে রাজ্য যে কার্যত বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং এই রাজ্যে যে আইনের শাসন নেই, সেই কথা আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন শুভেন্দুবাবু।

এখন অনেকে বলতেই পারেন যে, এরকম বৈঠক তো অতীতেও হয়েছে। কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি। এবার যে তেমন কিছু হবে, সেই গ্যারান্টি কোথায়? হ্যাঁ, এটা নিশ্চিত নয় যে, অমিত শাহ শুভেন্দু অধিকারীর কাছ থেকে পশ্চিমবঙ্গ সম্পর্কে নানা অভাব অভিযোগ শুনে রাতারাতি তৃণমূলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নেবেন! কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কৌশল অন্যরকম। তৃণমূল সম্পর্কে তিনি যে সমস্ত তথ্য জোগাড় করেছেন, তার ভিত্তিতে আগামী দিনে এই রাজ্য নিয়ে যে কোনো সময় তার যে কোনো পদক্ষেপ গ্রহণ শুধু সময়ের অপেক্ষা বলেও মনে করছেন একাংশ।

বিজেপির একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এমনি এমনি অমিত শাহের সঙ্গে কথা বলেননি। নিশ্চয়ই তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর সেটা যে তৃণমূলকে ভবিষ্যতে চরম যন্ত্রণায় ফেলবে, তা বলাই যায়। এই রাজ্যের সরকারকে উৎখাত করার জন্য তৈরি বিজেপি। বাংলার মানুষ কার্যত প্রস্তুত হয়ে রয়েছে তৃণমূলের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। আগামী দিনে তৃণমূল বধের রননীতি তৈরি হচ্ছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, অমিত শাহ ডাকুন বা নিজে থেকেই যান, শুভেন্দু অধিকারী কিন্তু ঠিক কাজটাই করেছেন। এর ফলে বিজেপি কর্মীদের মধ্যেও একটা বার্তা পৌছবে যে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃনমূলের সঙ্গে সেটিংয়ের কোনো রাস্তায় যাবে না বিজেপি। বরঞ্চ বাংলায় আইনের শাসনকে ধ্বংস করে কি পরিমান অত্যাচার চালাচ্ছে তৃণমূল সরকার, কেন্দ্রীয় গৃহমন্ত্রীর কাছে সেইসব তুলে ধরে রাজ্যের চাপ বাড়ালেন শুভেন্দু অধিকারী। মিথ্যে কথা বলে তৃণমূল নেত্রীর নাটকের দিন শেষ। বঙ্গ বিজেপি যে চোখে চোখ রেখে লড়াই করবে তৃণমূলের সঙ্গে এবং তাদের উদ্দেশ্য যে, এই শাসককে ক্ষমতাচ্যুত করা, তা ফের স্পষ্ট। যা দেখে উৎসাহিত বঙ্গ বিজেপির নীচুতলার নেতা কর্মীরা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!