এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > NEWS FLASH – পাক অধিকৃত কাশ্মীরে মাস্ক ছাড়াই ভারত বিরোধী ভাষণ দিয়ে করোনা আক্রান্ত আফ্রিদি!

NEWS FLASH – পাক অধিকৃত কাশ্মীরে মাস্ক ছাড়াই ভারত বিরোধী ভাষণ দিয়ে করোনা আক্রান্ত আফ্রিদি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার থাবা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ধনী-দরিদ্র কোন কিছুই মেনে এই রোগ শরীরে বাসা বাঁধছে না। এবার করোনার গ্রাসে আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়া সূত্রের খবর, বেশ কিছুদিন গায়ে হাতে পায়ে ব্যথা,জ্বর ইত্যাদিসহ করোনার অন্যান্য উপসর্গগুলি তিনি অনুভব করতে শুরু করেন। এরপরই তিনি করোনা পরীক্ষা করান এবং পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

জানা গেছে সমগ্র বিষয়টি তিনি নিজেই টুইটের মাধ্যমে প্রকাশ্যে আনেন। গোটা বিশ্বের মতো পাকিস্তানেও ক্রমাগতই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। জানা গেছে শহীদ আফ্রিদি সম্প্রতি করোনা আক্রান্তদের ত্রান দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন। এমনকি সেখানে গিয়ে করোনার সঙ্গে লড়ার জন্য ক্ষেত্রবিশেষে ভাষণ দিয়েছেন মানুষকে। কিন্তু এবার নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়লেন। প্রাপ্ত সূত্র অনুযায়ী সম্প্রতি পাক্ অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে তিনি ত্রাণ বিলি করতে যান।

এমনকি সেখানে তিনি ভারত বিরোধী কিছু স্লোগান দিয়েছেন বলে খবর। এদিন ভাষণে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও নানা বিতর্ক মূলক উক্তি করেছেন। কিন্তু, করোনা থেকে বাঁচতে যে মাস্ক ব্যবহার করতে হয়, তা নাকি তিনি করেননি। আর সেখান থেকে ফেরার পরই তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে সেদিন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে করোনার থেকেও ক্ষতিকর বলে চিহ্নিত করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পরেই বিভিন্ন মহলে বিষয়টিকে নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। প্রসঙ্গত পাক অধিকৃত মুজাফফরবাদ ছাড়াও ওই এলাকার বেশ কিছু অংশ বর্তমানে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে। মূলত পাকিস্তানের করোনা আক্রান্তদের ওই এলাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে। সূত্রের খবর ওইসব এলাকায় চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণ পিপিই না পাওয়ার কারণে বিক্ষোভ‌ও শুরু করেন। এমনকি এলাকায় করোনা পরীক্ষার জন্য ল্যাবগুলিতে যথেষ্ট পরিমাণ পরিকাঠামো না থাকার অভিযোগ জানিয়েছিলেন এলাকাবাসীরা।

এই পরিস্থিতিতে মুজাফফরবাদ এলাকায় শহীদ আফ্রিদি ত্রাণ বিলি করার জন্য হঠাৎ করেই পৌঁছে যান। জানা গেছে এদিন তিনি সেখানে গিয়ে খোলা মঞ্চে ভাষণ দিয়েছিলেন। এমনকি সেই সময় তার মুখে কোন রকম মাস্ক ছিল না। শুধু তিনিই নন তার আশেপাশের মানুষজনদের মুখেও মাস্ক ছিল না। মোটের ওপর কোনরকম স্বাস্থ্যবিধি না মেনেই এদিন শহীদ আফ্রিদি ওই এলাকায় পৌঁছান এবং ত্রাণ বিলি করেন বলে জানা গেছে। এর পরেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন বলে খবর। একদিকে স্বাস্থ্যবিধি না মানা এবং অন্যদিকে ভারতের বিরুদ্ধে নানা রকম বিতর্ক মূলক উক্তি করার পর তাঁর করোনা আক্রান্ত হওয়াতে সমালোচনার ঝড় উঠেছে বিশেষজ্ঞ মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!