এখন পড়ছেন
হোম > রাজ্য > তবে কি এবার গেরুয়া শিবিরের ঘর ভাঙছে শিবসেনা ,জল্পনা নেতার বক্তব্যে

তবে কি এবার গেরুয়া শিবিরের ঘর ভাঙছে শিবসেনা ,জল্পনা নেতার বক্তব্যে


তৃণমূল কংগ্রেস, বাম তথা কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীদের পদ্মশিবিরে যোগ দেওয়ার খবর পাওয়া যাচ্ছিলো সম্প্রতি। তবে এবার নাকি পদ্মেরই অন্য ফুল ফুটতে চলেছে শিবসেনা শিবিরে। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে রাজনৈতিকমহলের অন্দরে। দল বদলের এই নীতির প্রভাবে রাজ্য রাজনীতির সমীকরণ পাল্টাতে পারে এমনটাই ধারণা অভিজ্ঞ রাজ্যস্তরের নেতৃত্বদের। কারণ বর্তমানে সংখ্যালঘুদের তোষণ করার অভিযোগে জেরবার বঙ্গের রাজ্যসরকার। এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে শিবসেনা ফিল্ডে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই কারণ ছাড়াও শিবসেনা সামনে আনলো হিন্দুত্ববাদের নজির। এই বিষয়টিকেই মুখ্য করে অনেক বিজেপি কর্মী শিবসেনা দলের টিকিট কাটতে চাইছেন। শুধুমাত্র পদ্মশিবির নয়, বঙ্গের বহু হিন্দুত্ববাদে বিশ্বাসী সংগঠনগুলোকেই যদি একত্রিত করা উদ্যোগ নিয়েছে শিবসেনা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ইতিমধ্যেই নাকি বহু বিজেপি নেতা শিবসেনার দলের ভীড়বার জন্য শিবসেনা সাধারণ সম্পাদক তথা বঙ্গ শিবসেনার আধিকারিক অশোক সরকারের সাথে যোগাযোগ করেছেন। এঁদেরকে একটি বিষয়ে বিশেষ হুঁসিয়ারী করেছে অশোকবাবু। তিনি জানান যে বিজেপি বা শিবসেনা যে দলেই কর্মীরা যুক্ত হোক না কেন আগে থেকেই তাঁদের একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাঁদের মনে রাখতে হবে দলীয় আদর্শ ছাড়া শিবসেনার থেকে পাওয়ার কিছু নেই। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি চরিতার্থ করার ইচ্ছে থাকলে এ দলের পথ তাঁদের জন্যে বন্ধ। শুধু এটুকুই নয়, তিনি আরো জানান যে হিন্দুত্বে বিশ্বাসীরা দলগত একতা নিয়ে বঙ্গের মাটিতে লড়বেন আর এটার জন্য রাজ্যের হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা। তবে প্রশ্ন উঠছে যে, রাজ্যে বিজেপির ঠিক কোন অংশের কর্মীরা তাঁদের সান্নিধ্যে আসতে চাইছেন। জবাবে তিনি জানান যে, বহুদিন ধরে যারা বিজেপির হাল ধরে আছে তাঁরাই যোগাযোগ করছেন। কারণ প্রসঙ্গে সাফাই দিয়ে তিনি জানান যে, বর্তমানে রাজ্যে বিজেপি শিবিরের শক্তিবৃদ্ধি হয়েছে। তাঁদের উত্থান দেখে বাম, কংগ্রেস এমনকি শাসকদলের বহু নেতা কর্মীরা বিজেপিতে শরিক হয়েছেন। এই ব্যাপারটি মেনে নিতে পারছেন না বিজেপিতে বহুদিন ধরে থাকা একনিষ্ঠ কর্মীরা। এর জেরে তাঁদের গুরুত্ব কমছে বলেই তাঁদের অভি্যোগ। এই প্রেক্ষিতেই সামনে এসেছে বিজেপি নেতৃত্বের একাংশের প্রতি তাঁদের বিশ্বাসহীনতার বিষয়টি। এটা নিয়ে বিভিন্ন সময়ে ক্ষুব্ধ হতে দেখা গেছে বিজেপির দলীয় কর্মীদেরই। এইসব ইস্যু গুলোকে টার্গেট করে রাজ্য শিবসেনা এগোচ্ছে পরিকল্পনা মাফিক। তাঁদের মতে এটাই সঠিক সময় দলীয় সংগঠনের ভীত শক্ত করার। তবে বিজেপির ঘরে ফাটল ধরিয়ে যে শিবসেনা নিজেদের ঘাঁটি পোক্ত করছে কোনো এ ব্যাপারে প্রকাশ্যে কোনো মতামত পাওয়া যায়নি রাজ্য রাজনীতির তরফ থেকে। তবে বিষয়টি নিয়ে দলীয় অন্দরে জলঘোলা হচ্ছে প্রচুর এমনটা আভাস পাওয়া গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!