এখন পড়ছেন
হোম > জাতীয় > শিলচরের জের, রাজ্যজুড়ে এবার প্রতিবাদে নামবে তৃনমূল

শিলচরের জের, রাজ্যজুড়ে এবার প্রতিবাদে নামবে তৃনমূল


অসমে নাগরিকপঞ্জী তালিকা থেকে কয়েক লক্ষ মানুষের নাম বাদ পড়ায় তাঁদের পাশে দাড়াতে বৃহস্পতিবারই তৃনমূল কংগ্রেসের 6 সাংসদ, 1 বিধায়ক ও 1 মন্ত্রী অর্থ্যাৎ মোট 8 সদস্যের একটি প্রতিনিধিদল আসামে গেলে শিলচর বিমানবন্দরে নামার সাথে সাথে তাঁদের প্রত্যেককে আটক করে সেখানকার পুলিশ। অভিযোগ, দলের দুই সাংসদ মমতাবালা ঠাকুর, অর্পিতা ঘোষ এবং এক বিধায়ক মহুয়া মৈত্রকে পুলিশ চরমভাবে হেনস্থা করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

যার পরেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “দেশে সুপার এমার্জেন্সী চলছে” বলেও অভিহিত করেন তিনি। আর এদিন শুক্রবার সেই তৃনমূল প্রতিনিধিদল কোলকাতায় ফিরে আসার পরেই দুপুরে সাংবাদিক বৈঠক করেন বিজেপিকে কটাক্ষ করেন তৃনমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ” একদিকে আসামে নাগরিকপঞ্জী থেকে 40 লক্ষ লোকের নাম বাদ দেওয়া, আর অপরদিকে শিলচর বিমানবন্দরে অসম পুলিশের হাতে তৃনমূল জনপ্রতিনিধিদের হেনস্থা, এই দুইয়ের বিরুদ্ধে আগামী শনি ও রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে কালাদিবস পালন করবে তৃনমূল কংগ্রেস।”

এদিকে রাজ্যেও এনআরসি চালুর দাবিতে এদিন কোলকাতার হাজড়া মোড়ে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি পথ অবরোধ করা হলে সেই প্রসঙ্গে বিজেপিকে তুলোধোনা করে শিক্ষামন্ত্রী বলেন, “আজ যাঁরা বাংলায় এনআরসি করে লাফাচ্ছে, তাঁদের একদিন এই আচরনের জন্য ঢোক গিলতে হবে।” এদিনের সাংবাদিক বৈঠক থেকে লকেট চট্টোপাধ্যায়কে “হঠাৎ গজিয়ে ওঠা নেতা” বলেও সম্বোধন করেন তৃনমূল মহাসচিব। তবে শুধু আসাম নয়, বিহারের হিন্দিভাষী লোক সহ 12 লক্ষ হিন্দু, কিছু শিখ সম্প্রদায় ও সংখ্যালঘু সমেত বেশ কিছু জাতিকে এই নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ দিচ্ছে বিজেপি বলে অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, 2019 এ লোকসভা ভোটের এখনও বেশকিছু দিন দেরি। তবে এই এনআরসি ইস্যুতে পথে নেমে কেন্দ্র সরকারের সাথে এবার সম্মুখসমরে তৃনমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!