এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রযোজক শ্রীকান্ত মোহতার গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক লকেট চ্যাটার্জি

প্রযোজক শ্রীকান্ত মোহতার গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক লকেট চ্যাটার্জি

গতকালই সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে। জানা যায়, তাঁর বিরুদ্ধে 24 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। এমনকি এই শ্রীকান্ত মোহতার সাথে রোজভ্যালির গৌতম কুন্ডুর যোগাযোগ ছিল বলেও খবর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।

এমনকি ব্যবসা বাড়ানোর জন্য রোজভ্যালি কর্তার সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় করানোরও কাজও এই মোহতাই করেছিলেন বলে সিবিআই জেরায় স্বীকার করেন রোজভ্যালি কর্তা। পাশাপাশি রোজভ্যালির সাথে চুক্তি হলেও পরবর্তীতে শ্রীকান্ত মোহতা তার কোন চুক্তিই পালন করেননি বলেও অভিযোগ।

আর তাই গতকাল দীর্ঘক্ষন জেরার পরেই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। যে ঘটনা নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতিও। শুরু হয় শাসক-বিরোধী চরম তরজা। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এবার এদিন শ্রীকান্ত মোহতার গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “মোহতা শিল্পীদের রাজনৈতিক ছত্রছায়ায় আসতে বাধ্য করেছেন। রাজনৈতিক প্রভাব না থাকলে কাজ পাবে না এইরকম বলে বিভিন্ন সময় তিনি চাপ সৃষ্টি করেছেন। এদিন টলিপাড়ায় সিন্ডিকেটের প্রথম উইকেটটা পড়ল।” অন্যদিকে এদিন শ্রীকান্ত মোহতাকে গ্রেপ্তারির প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে শাসকদলের ঘনিষ্ঠ শিল্পী বলে পরিচিত রুদ্রনীল ঘোষকেও কটাক্ষ করেন লকেট দেবী।

তিনি বলেন, “আজকে যে শিল্পীরা তৃণমূলের হয়ে কথা বলছেন, তারাই একসময় সিপিএমে ছিলেন। টলিপাড়ায় কান পাতলে অনেকের অনেক গোপন কীর্তির কথাই শুনতে পাওয়া যাবে।” পাশাপাশি শ্রীকান্ত মোহতাকে সিন্ডিকেটরাজের প্রতীক বলেও এদিন কটাক্ষ করেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। সব মিলিয়ে এবার প্রযোজক শ্রীকান্ত মোহতার গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!