এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রীম কোর্টে গিয়েও কিছু করে উঠতে পারলনা তৃণমূল, চাপানউতোর অব্যাহত

সুপ্রীম কোর্টে গিয়েও কিছু করে উঠতে পারলনা তৃণমূল, চাপানউতোর অব্যাহত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কিছুদিন যাবত ত্রিপুরা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। মূলত ত্রিপুরা পুরভোট সামনে রেখে তৃণমূল সেখানে সাংগঠনিক শক্তি বাড়াতে প্রস্তুতি নিতে শুরু করেছে। আর শুরুতেই লেগেছে বিজেপির সঙ্গে সংঘাত। কার্যত তৃণমূল এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়ে তৃণমূলের মুখ পুড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রসঙ্গত, ত্রিপুরায় রাজনৈতিক হিংসার উল্লেখ করে তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ত্রিপুরায় যাতে পুরভোট আরো বেশ কিছুদিন পিছিয়ে দেওয়া হয়।

কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বিক্রম নাথের দুই সদস্যের বেঞ্চের নির্দেশ পুর ভোট পেছানোর কোনো কারণ নেই। তবে এর সাথে ত্রিপুরায় সুষ্ঠু ও অবাধ পুরভোট যাতে হয় তার জন্য ত্রিপুরা পুলিশকে সবরকম সুরক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালতের নির্দেশের পর আগামী 25 শে নভেম্বর বৃহস্পতিবার নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরায় পুরভোট হতে চলেছে। পাশাপাশি এই নির্বাচনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা তা নিয়ে বুধবার সকালের মধ্যে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য ত্রিপুরা প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুরু থেকেই তৃণমূলের অভিযোগ ছিল এবং এখনো আছে, ত্রিপুরায় বিজেপি পুর ভোটের প্রচারে সর্বাগ্রে বাধা দিচ্ছে তৃণমূলকে। এমনকি তৃণমূলের নেতাকর্মীদের ওপর বিজেপি একাধিকবার হামলা চালিয়েছে। ত্রিপুরা সফরে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব হয়েছেন।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূলের অভিযোগের উত্তরে ত্রিপুরা পুলিশকে বৈষম্যহীনভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা নিয়ে তৃণমূল যে কিছুটা হতাশই হল সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলের অনেকেই। আপাতত নজর এখন সবার 25 শে নভেম্বর ত্রিপুরার পুর নির্বাচনের দিকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!