এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দু অধিকারী ‘ফাঁস’ করলেন তৃণমূলের ‘গোপন কর্মকাণ্ড’? ভোটের আগে রীতিমত চাপে শাসক শিবির?

শুভেন্দু অধিকারী ‘ফাঁস’ করলেন তৃণমূলের ‘গোপন কর্মকাণ্ড’? ভোটের আগে রীতিমত চাপে শাসক শিবির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর বিরোধীদের মধ্যে সবথেকে বেশি তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। ইতিমধ্যেই একাধিক দুর্নীতির বিষয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সদ্য বিজেপিতে যোগদান কারী শুভেন্দু অধিকারী। আর এবার সেই শাসকদলের বিরুদ্ধে ভোটার তালিকায় অবৈধ ভোটারদের নাম ঢোকানোর অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে।

সূত্রের খবর, রবিবার কলকাতার আইসিসিআরে বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী প্রস্তুতির বিষয়ে সাংগঠনিক বৈঠক হয়। আর সেখানেই ভোটার তালিকায় অবৈধ নাম ঢোকানো নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তৃণমূলের পক্ষ থেকে বিধানসভা কেন্দ্র পিছু রোহিঙ্গা সহ অবৈধ ভোটারদের নামের তালিকা তৈরি করে নবান্নে পাঠানো হয়েছে। ওই সব অবৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে নির্বাচন কমিশনের কাছে নেতৃত্বে দরবার করা উচিত।”

আর বিজেপির পক্ষ থেকে যখন শুভেন্দুবাবু এই অভিযোগ তুলছেন, তখন এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে বড়সড় চাঞ্চল্য ছড়িয়ে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ করছেন‌। কিন্তু এবার ভোটার তালিকায় অবৈধ ভোটারদের প্রবেশ নিয়ে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন তিনি, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে এই রকম বিস্ফোরক অভিযোগ করলেও, তা সম্পূর্ণরূপে নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে শুভেন্দুবাবুর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এসব অবাস্তব, আজগুবি অভিযোগ। ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ নির্বাচন কমিশন করে। সুতরাং সেই বিষয়ে দায়িত্ব কমিশনের। বিজেপি রাজনৈতিক লড়াইয়ে পারবে না বুঝেই এইসব মিথ্যা প্রচার করছে।”

তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখে যে কথাই বলুন না কেন, তাদের দলের এই প্রাক্তন নেতা বিজেপিতে গিয়ে যেভাবে এই ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন, তাতে যে তারা যথেষ্ট চাপে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে অনেকে বলছেন, রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসকে কুপোকাত করতেই শুভেন্দু অধিকারী এবার এই অভিযোগ করতে শুরু করলেন। কিন্তু সত্যিই কি এর পেছনে কোনো সত্যতা রয়েছে!

নাকি রাজনৈতিক বিরোধিতার কারণে শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই ধরনের কথা শোনা গেল! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তবে যদি এই ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়, তাহলে নির্বাচনের আগে যে রাজ্যের শাসক শিবির ব্যাপকভাবে চাপে পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!