এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বস্তি দিয়ে রাজ্যে এলো কয়েক লক্ষ ডোজ ভ্যাকসিন, তবে, এতে মিটবে কি অভাব?

স্বস্তি দিয়ে রাজ্যে এলো কয়েক লক্ষ ডোজ ভ্যাকসিন, তবে, এতে মিটবে কি অভাব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কালে রাজ্যে শুরু হয়েছে ভ্যাকসিনের তীব্র অভাব। যে পরিমাণ ভ্যাকসিন কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যে পাঠানো হয়েছে, তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। রাজ্যের বহু মানুষকে এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়া বাকি রয়েছে। পর্যাপ্ত পরিমানে ভ্যাকসিন রাজ্যের হাতে না থাকায়, বহু স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে টিকাকরন প্রক্রিয়া বারবার ব্যহত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে গতকাল রাজ্যের হাতে এসে পৌঁছেছে ৫০ হাজার ডোজ কোভ্যাকসিন। আবার আজ রাজ্যের হাতে এসে পৌঁছবে দু’লক্ষ ডোজ কোভিশিল্ড।

যার ফলে ভ্যাকসিনের সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে বলে, আশাবাদী বিশেষজ্ঞরা। গতকাল কলকাতা পুরসভার পক্ষ থেকে ৪৫ বছরের উর্ধ্বের মানুষদের ভ্যাকসিন নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু বিশেষ কারণে ভ্যাক্সিনেশন বন্ধ থাকে। এরপর আজ থেকে ভ্যাকসিনের বুকিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামীকাল কলকাতা পুরসভার পক্ষ থেকে পাওয়া যাবে ভ্যাকসিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল রাজ্যে এসে পৌঁছেছে ৫০ হাজার ডোজ কোভ্যাকসিন। যা গত বুধবারই রাজ্যে পৌঁছে যাবার কথা ছিল। কিন্তু ঝড়ের কারণে বিমান পরিষেবা বন্ধ থাকায়, সেদিন ভ্যাকসিন এসে পৌঁছাতে পারেনি। এদিকে, আজ বিকেলের মধ্যে রাজ্যের হাতে এসে পৌঁছাবে দু’লক্ষ ডোজ কোভিশিল্ড। অন্যদিকে রাজ্যের করোনা সংক্রমনে এবার কিছুটা লাগাম পড়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ১৪৮ জনের।

এদিকে, দেশে করোনার ভ্যাকসিনের অভাব মেটাতে স্পুটনিক ভি এর সিঙ্গেল ডোজ ভ্যাকসিন ইতিমধ্যেই দেশে আনার সিদ্ধান্ত নেওয়া হলো। ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় গতি আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে ফাইজারের সিঙ্গেল ডোজ ভ্যাকসিনও দ্রুত আসার সম্ভাবনা রয়েছে। সিঙ্গেল ডোজ ভ্যাকসিন ভারতে এলে ভারতে টিকাকরনের গতি অনেকটা বাড়বে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!