এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তথাগত রায়ের টুইট প্রসঙ্গে কি বললেন হেভিওয়েট তৃণমূল নেতা?

তথাগত রায়ের টুইট প্রসঙ্গে কি বললেন হেভিওয়েট তৃণমূল নেতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট    এদিন বিজেপি নেতা তথাগত রায় বড়োসড়ো টুইট বোমা ফাটান। কার্যত বিধানসভা নির্বাচনের পরবর্তী থেকেই তিনি বিজেপির বিভিন্ন ব্যাপার নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন প্রকাশ্যে। আর এবার তিনি এমন বার্তা দিলেন, যা থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার তথাগত রায় বিজেপি ছাড়ছেন? তথাগত রায় এ ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর না দিলেও ফিরহাদ হাকিম দিলেন জবাব। তিনি তথাগত প্রসঙ্গে বলেন, বিজেপিতে কোন ভদ্রলোক থাকতে পারেন না। আর তাঁর এই কথার মাধ্যমে গুঞ্জন আরো তীব্র হয়ে উঠেছে। প্রসঙ্গত, তথাগত রায় টুইট করার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ একের পর এক টুইট করে চলেছেন।

প্রসঙ্গত টুইটারে তিনি বিজেপির আর্থিক কেলেঙ্কারির তদন্ত হওয়া উচিত নিয়ে মুখ খুলেছেন। অন্যদিকে একই কথা কিন্তু তথাগত রায়ের মুখেও শোনা গিয়েছে বিগত দিনে। বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দলের একজন সাধারণ সদস্য তথাগত রায়। তাই তিনি কোনো মন্তব্য করলে সেটা নিজের দায়িত্বে করেছেন। বিধানসভা নির্বাচনের সময় থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন তথাগত রায়। সরাসরি দিলীপ ঘোষ কিংবা কৈলাস বিজয়বর্গীয় নাম করে ক্ষোভ উগরে দিয়েছেন। আর সবশেষে তথাগত রায় টুইট করে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপিকে আপাতত বিদায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর সাথেই তথাগত রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন? পুরো নির্বাচনের আগে তথাগত রায়ের এই টুইট নিয়ে তীব্র অস্বস্তির মুখে গেরুয়া শিবির। অন্যদিকে তথাগত রায় বিজেপির মধ্যে আর্থিক কেলেঙ্কারি নিয়ে যে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতই কিন্তু স্পষ্ট করেছেন বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া নেতা প্রবীর ঘোষাল।

তিনি স্পষ্ট উল্লেখ করেছেন বিজেপি অর্থ কেন্দ্রিক দল। টাকা নিয়ে সেখানে টিকিট দেওয়া হয়। একের পর এক নির্বাচনে বঙ্গে বিজেপির হার এমনিতেই চাপ বাড়িয়েছে গেরুয়া শিবিরের। তার ওপরে দলের ভাঙনের পাশাপাশি যেভাবে দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে, তা গেরুয়া শিবির কিভাবে সামাল দেবে সেটাই দেখার। তবে পুর নির্বাচনের আগে তথাগত রায়ের এই টুইট যে বিজেপিকে বড় ধাক্কা দিল তা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!