এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তীব্র গোষ্ঠীকোন্দল তৃণমূলে, নিজ দলীয় কর্মীদের হাতেই প্রাণ সংশয় জনৈক তৃণমূল কর্মীর

তীব্র গোষ্ঠীকোন্দল তৃণমূলে, নিজ দলীয় কর্মীদের হাতেই প্রাণ সংশয় জনৈক তৃণমূল কর্মীর

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় বারবার গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলে। তবে, নির্বাচনের ফলাফলের পর থেকে বারবার দাবি করা হয় যে, শাসকদলের গোষ্ঠী কোন্দল দূর হয়েছে, দলের অন্দরে এখন আর কোনো দ্বন্দ্ব নেই। মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো দলকে ঐক্যবদ্ধ ভাবে চলবার নির্দেশ দিয়েছেন। কিন্তু, গতকাল হুগলিতে এক তৃণমূল কর্মীর ওপর চড়াও হলেন দলের অন্যান্য কর্মীরা। প্রচণ্ড মারধোরে প্রাণ সংশয় হলো সেই তৃণমূল কর্মীর। ঘটনায় আহত হলেন আরো কিছু ব্যক্তি।

গতকাল হুগলি জেলার পুড়শুড়ায় তৃণমূল কর্মী শেখ হাসিবুল যখন সকালে মাঠে কাজ করতে যান, সেসময় সেখানে উপস্থিত হন বেশ কিছু ব্যক্তি। আচমকা তাঁর ওপর নেমে আসে প্রচণ্ড মারধর। গুরুতর আহত হয়ে পড়েন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু ঘটে। ঘটনায় আরো বেশ কিছু ব্যক্তি আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকলেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় মৃত তৃণমূল কর্মীর পরিবার দায়ী করেছে পঞ্চায়েত উপ প্রধান শেখ সাদ্দামকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাদ্দাম ঘনিষ্ঠ ব্যক্তিরাই গতকাল শেখ হাসিবুলের ওপর চড়াও হয় ও শেখ হাসিবুলের পরিবারের লোকজনের উপরেও চড়াও হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, তৃণমূল কর্মী শেখ হাসিবুলের বাড়ি গিয়ে টাকা চাওয়া হয়েছিল। দাবিমত টাকা না দেওয়ার কারণেই প্রাণঘাতী হামলা হয়েছে তৃণমূল কর্মী শেখ হাসিবুলের উপরে।

এ প্রসঙ্গে মৃত তৃণমূল কর্মী শেখ হাসিবুলের পুত্র শেখ সম্রাট জানালেন যে, পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাদ্দামের লোকজন বারবার তাদের বাড়িতে এসে টাকা চাইতেন। দাবিমতো টাকা না দেওয়ার কারণে তাঁর বাবাকে এভাবে হত্যা করা হয়েছে। তিনি জানালেন, তাঁদের পরিবার তৃণমূলের সদস্য ,তবে কেন এভাবে তাদেরকে মার খেতে হয়েছে? কেন তৃণমূল নেতার মারে তাঁর বাবাকে এভাবে প্রাণ হারাতে হয়েছে? প্রশ্ন করেছেন তিনি।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেন পঞ্চায়েত উপ প্রধান শেখ সাদ্দাম। এ প্ৰসঙ্গে তিনি জানালেন, এ ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। শেখ হাসিবুলের পরিবারের সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই। ঘটনার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিরাটি পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। গতকালের এই ঘটনা নানা প্রশ্ন তুলে দিয়েছে। নির্বাচনের ফল ঘোষণার একমাস যেতে না যেতেই দলের এই গোষ্ঠী কোন্দল দলের অস্বস্তি যথেষ্ট বাড়িয়ে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!