এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কি এবার মৌসমের সঙ্গে বিরোধ বাঁধলো অধীরের – জল্পনা চরমে

তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কি এবার মৌসমের সঙ্গে বিরোধ বাঁধলো অধীরের – জল্পনা চরমে


মালদহের কংগ্রেস এমপি মৌসম বেনজির নুরের সুর পাল্টে গেল পঞ্চায়েত বোর্ড গঠন পর্বে। যিনি পঞ্চায়েত নির্বাচন পর্বে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন,আজ তাকেই গেল তৃণমূলের দিকে ঝুঁকতে। পঞ্চায়েত ভোটে ভরাডুবি হবার পরই অবশ্য এক পা দু পা করে ঘাসফুলশিবিরের সমর্থনে কথা বলতে দেখা যায় তাকে। এবার সাফ জানিয়েই দিলেন,পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে বিজেপিকে রুখতে হলে,সিপিএম নয় ধরতে হবে তৃণমূলের হাত। তবে তার এই ধারণার সঙ্গে প্রদেশ কংগ্রেস বা এআইসিসি’র কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে,বোর্ড গঠন নিয়ে মৌসমের এই ধারণাকে বাহবা দিচ্ছে রাজ্যের শাসকদল।

জানা গিয়েছে,গত মাসেই জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তৃণমূলের সঙ্গে সমঝোতায় আসার পক্ষে যুক্তি দেখিয়ে এসেছেন মৌসম। এদিন আরো এক কদম এগিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের ক্ষেত্রে বামের সরিয়ে তৃণমূলের সঙ্গে জোট বাধার পক্ষে সওয়াল তোলেন তিনি। বিজেপিকে দেশের শত্রু বলে ব্যাখ্যা করেছেন তিনি। এবং এটাও জানিয়েছেন,গেরুয়ামহলকে রুখতে গেলে তৃণমূলের সঙ্গে গড়তে হবে মহাজোট। উল্লেখ্য,গত বিধানসভা ভোটে মালদহে বামেদের সঙ্গে আসন বাঁটোয়ারা করেছিল কংগ্রেস। তার ফলে ওই জেলার একটা আসনও দখল করতে পারেনি তৃণমূল। তবে ভোটে না  জিতলেও কংগ্রেসের কর্মী সদস্যদের ছক কষে নিজেদের দলের টানে তৃণমূল। এমতাবস্থায়, বিজেপিকে টেক্কা দিতে বামেদের বদলে তৃণমূলের হাত ধরার যে কৌশলের কথা জানিয়েছেন মৌসম তাতে অস্বস্তিতে রাজ্য কংগ্রেস।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে কংগ্রেস পরিষদীয় দলনেতা আব্দুল মান্নাম বলেন, জোট বাধা বা না বাধার ব্যপারে সমস্ত সিদ্ধান্ত নেয় এআইসিসি। এক্ষেত্রে রাজ্য স্তরে তৃণমূলের সঙ্গে জোট বাধার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি প্রদেশ কংগ্রেস। মৌসমের বক্তব্য তা সম্পূর্ণ নিজের ধারণা। এ নিয়ে কোনোরকম প্রতিক্রিয়া জানাতে রাজী হলেন না তিনি।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও একই দিকে তাল দিয়ে পাল্টা প্রশ্ন তুলে বললেন,তৃণমূল মালদহে গোটা কংগ্রেস দলকে বিপন্ন করে তুলেছে, তাদের সঙ্গে হাত মেলানোর কথা কী করে বললেন মৌসম?  দাবীতে তিনি জানান,বিজেপি যেমন দেশ তথা রাজ্যের জন্য বিপদ তেমনি এ রাজ্যের বিপদকে দিন দিন বাড়তে দায়ী তৃণমূলও। পঞ্চায়েত ভোটের নাম করে যে প্রহসন চালিয়েছে শাসক দল তা ভুলবার নয়। ভোটে যে কটা আসনে বিরোধীরা জিতেছে,সেখানে লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তারা। তিনি আরো জানান,মৌসমের সঙ্গে এ বিষয়ে অধীরবাবুর কোনো আলোচনা হয়নি। অন্যদিকে,এই ঘটনা নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান,’আরও আগে এই অবস্থান নেওয়া যেত। মালদহে বিজেপিকে আটকাতে ত্রিশঙ্কু বোর্ডে কংগ্রেস যদি তৃণমূলকে সমর্থন জানায়, তাহলে তাকে স্বাগত জানাব।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!