এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে গুলির ঘটনায় অভিযোগের তীর দলের দিকেই, আতঙ্কে এলাকাবাসী

তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে গুলির ঘটনায় অভিযোগের তীর দলের দিকেই, আতঙ্কে এলাকাবাসী

শুক্রবার বিকেলে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় দুষ্কৃতিদের গুলিতে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা জনৈক মাজিদ আনসারি কে হত্যার চেষ্টায় এলাকা উত্তপ্ত হয়ে উঠলো। যার জেরে ঐদিন রাতেই কোচবিহার কলেজ সংলগ্ন একজনের বাড়িতে হামলা চালালো এলাকার বিক্ষুদ্ধ মানুষজন। পরদিন দলের যুবা নেতাকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে শহরে প্রকাশ্য দিবালোকে যুবা নেতাকে হত্যার চেষ্টা্র জেরে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত শঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের দাবি এই ঘটনায় অভিযুক্তদের সাথে তৃণমূল ছাত্র পরিষদ দলেরই একাংশের যোগাযোগ রয়েছে। এমনকি এই ঘটনায় সক্রিয় ভূমিকা রয়েছে সন্দেহে আহত মাজিদ আনসারির দাদা সাজিদ আনসারি জেলারই এক নেতার নামে অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, শুক্রবার কোচবিহার কলেজ লাগোয়া স্টেশন চৌপথিতে টিএমসিপি’র দুই গোষ্ঠীর সংঘর্ষে মাজিদ আনসারি নামে কলেজের এক ছাত্রনেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বর্তমানে তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনিক বৈঠকের পরে শহরে দলের দুই গোষ্ঠীর বিবাদে এই হিংসার ঘটনায় স্বভাবতই দলের অন্দরেও চাপা উত্তেজনা ছড়ায়। এদিনের ঘটনা প্রসঙ্গে কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তাঁর বিবৃতিতে বললেন, ” শহরে দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষে গুলি চলেছে। এর সঙ্গে তৃণমূল বা শাখা সংগঠনের কেউ যুক্ত নয়। ওরা সবাই দুষ্কৃতী। তাদের সঙ্গে দলের কারও যোগ নেই। দুষ্কৃতীদের দমন করতে মুখ্যমন্ত্রী পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

পুলিসকে বলেছি জেলাতে যেখানে যত আগ্নেয়াস্ত্র রয়েছে সব উদ্ধার করতে হবে।” অন্যদিকে টিএমসিপি’র জেলা কার্যকরী সভাপতি সায়নদীপ গোস্বামী ব্যক্তিগত প্রতিক্রিয়া বললেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বত্র মেধার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চলছে। কিন্তু বহিরাগত দুষ্কৃতীরা স্থানীয় একজন সমাজবিরোধীর মদতে আমাদের এক নেতাকে গুলি করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।” পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে জানালেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!