এখন পড়ছেন
হোম > রাজ্য > বাড়ি ভাঙচুর ও মহিলাদের ওপর হামলার ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা ও অনুগামীদের

বাড়ি ভাঙচুর ও মহিলাদের ওপর হামলার ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা ও অনুগামীদের

ব্যক্তিগত শত্রুতা কি দলীয় কোন্দল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের নেতাদের বিরুদ্ধে যেন অভিযোগ কিছুতেই থামছে না। এবার ফের শাসকদলের এক নেতার বিরূদ্ধে উঠল আক্রমণের অভিযোগ। আর যে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এ রাজ্যে।

সূত্রের খবর, বজবজ ২ ব্লকের কাশিপুর গ্রামের বরকনতলার বাসিন্দা তথা তৃণমূল কর্মী বলে পরিচিত আসিমা বিবি দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে ঘরবন্দি রয়েছেন। গত শনিবার হঠাৎ মাঝরাতে সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হুমায়ূন শেখের নেতৃত্বে তার কিছু অনুগামীরা নেশাগ্রস্ত অবস্থায় সেই আসিমা বিবির বাড়িতে ইট এবং বড় পাথর ছুড়ে মারে। যার জেরে সেই আসিমা বিবির ঘরের একাংশ ভেঙে যায়। আর এরপরই এই ঘটনার প্রতিবাদ করতে আসিমা বিবি এবং তার ছেলেরা বেরিয়ে আসলে সেই হুমায়ুন শেখ এবং তার অনুগামীরা লাঠি এবং ভারী জিনিস দিয়ে তাদের প্রত্যেকের মাথায় আঘাত করে।

এদিকে গভীর রাতে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যর দ্বারা হামলার ঘটনার প্রতিবাদে গতকাল সকাল 10 টা থেকে 12 টা পর্যন্ত মুচিরপোলে সেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের সমর্থক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ জানানো হয় নোদখালি থানাতেও। আর এরপরই সেই রাতেই এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ। কিন্তু হঠাৎ কেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখের দ্বারা এহেন আক্রমণ নেমে আসলো তৃণমূল সমর্থক আসিমা বিবির ওপর?

সূত্রের খবর, এই আসিমা বিবির জমির একটি অংশ দখল করে সেখানে বহুদিন আগে একটি ক্লাব তৈরি হয়। আর এই দখলের অভিযোগ ওঠে সেই হুমায়ূন শেখের বিরুদ্ধেই। এদিকে এই জবর দখলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে পুলিশ সেই ক্লাব ভেঙে দেওয়ার পরও নিজের জায়গা থেকে এক পাও সরে আসেননি সেই অভিযুক্ত তৃণমূল নেতা হুমায়ুন শেখ।

এদিন সেই ঘটনায় ব্যক্তিগত আক্রোশ মেটাতে আসিমা বিবির ওপর হামলা হয়েছে বলে মত স্থানীয়দের। একই অভিযোগ সে আক্রান্ত তৃণমূল সমর্থক আসিমা বিবিরও। কিছু যেখানে খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবর দখলের বিরুদ্ধে প্রশাসন কে সক্রিয় হওয়ার নির্দেশ দিচ্ছেন ঠিক সেখানেই এই ভাবে কারো জমি জবরদখল করলে তার প্রতিবাদ করায় সেই প্রতিবাদী ব্যক্তিকেই আক্রমণ শানানো কি ঠিক?

এতে তো দলেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে! এদিন এ প্রসঙ্গে বজবজ ২ ব্লকের তৃণমূল সভাপতি জাসিমুদ্দিন মল্লিক বলেন, “হুমায়ূন শেখের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। এই ঘটনা কখনই সমর্থনযোগ্য নয়। আইন আইনের পথে চলবে। দল সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একই মত পোষণ করেছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ও প্রাক্তন সদস্য আব্দুল আলি মল্লিকও। সব মিলিয়ে বাড়ি ভাঙচুর ও মহিলার ওপর হামলার ঘটনায় তৃণমূল নেতার নাম জড়ানোয় উত্তপ্ত নোদাখালি থানার কাশীপুরের বরকনতলা এলাকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!