এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “যা বলার বলেছি, বক্তব্য থেকে সরছি না” – ‘বিদ্রোহী’ রাজীব দুর্নীতির প্রশ্নে আবারো আপোষহীন!

“যা বলার বলেছি, বক্তব্য থেকে সরছি না” – ‘বিদ্রোহী’ রাজীব দুর্নীতির প্রশ্নে আবারো আপোষহীন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট  নিজের অবস্থান থেকে যে তিনি কিছুতেই সরে আসবেন না, এবার ফের তা প্রমাণ করে দিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি দুর্নীতি নিয়ে হাওড়া জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী অরূপ রায় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যেখানে নিজের জেলার বেশ কিছু নেতাকর্মীকে সাসপেন্ড করেছিলেন তিনি।

আর এরপরই নাম না করে সেই অরূপ রায়কে কটাক্ষ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “শুধুমাত্র চুনোপুটি নয়, দুর্নীতি বন্ধ করতে গেলে রাঘববোয়াল পর্যন্ত হানা দিতে হবে।” অর্থাৎ অরূপ রায়কে কটাক্ষ করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, তাহলে কি তৃণমূলের সর্বস্তরে দুর্নীতি ছেয়ে গেছে? আর তাই অরূপ রায় পদক্ষেপ গ্রহণ করার পর রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে, শুধুমাত্র নীচুতলা নয়, ওপরের দিকেও নজর দিতে হবে!

আর তখন থেকেই রাজনৈতিক বিশেষজ্ঞরা রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি করেছিলেন। অনেকেই বলেছিলেন যে, তিনি এবার প্রকাশ্যে সরব হয়ে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন। তবে এখনও পর্যন্ত এরকম কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু প্রথম রাজীব বন্দ্যোপাধ্যায় অরূপ রায়ের বিরুদ্ধে মুখ খোলার পর দলের শৃঙ্খলা কিছুটা হলেও ভাঙতে শুরু করে। প্রকাশ্যে এভাবে মুখ খোলা কোনোমতেই উচিত নয় বলে জানান জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

কিন্তু তিনি যে কারও কথাতেই দমে যাবেন না, মঙ্গলবার তা ফের প্রমান করে দিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন বালিতে বন মহোৎসবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। যেখানে বক্তব্য রাখার সময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম। কিন্তু আশ্চর্যজনকভাবে অতীতে তার করা মন্তব্যের জন্য ভুল স্বীকার করা তো দূর অস্ত, উল্টে আরও বিদ্রোহী মনোভাব পোষণ করতে দেখা যায় রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “যা বলার বলেছি, আমি ওই বক্তব্য থেকে সরছি না।” বিশেষজ্ঞরা বলছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই ধরনের বক্তব্য প্রদানের পর তাকে দল কড়া বার্তা দিতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু যেহেতু রাজীববাবু স্বচ্ছ মুখ এবং তিনি দলকে অত্যন্ত ভালোবাসেন, সেহেতু তৃণমূল নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পায়নি। তবে এই ঘটনার পর দলের অস্বস্তি যাতে না বাড়ে, তার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায় আর এই ব্যাপারে মুখ খুলবেন না বলেই মনে করেছিলেন সকলে।

কিন্তু এবার যেভাবে মঙ্গলবার অতীতের করা মন্তব্যের জন্য বিন্দুমাত্র সংকোচ বোধ না করে তিনি তার অবস্থানে অনড় থাকবেন বলে জানিয়ে দিলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী, তাদের তৃণমূলের অস্বস্তি আরও বাড়বে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। একাংশ বলছেন, দলের দুর্নীতি নিয়ে কার্যত খড়গহস্ত হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় মতো নেতারা। যেভাবে তিনি অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্য করার পরেও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে দিলেন, তাতে তার দলবদলের জল্পনা আবার চরম পরিমাণে উঠতে শুরু করেছে।

কিন্তু যে যাই বলুন না কেন, একজন হেভিওয়েট মন্ত্রী হয়ে নিজের দলের জেলা সভাপতি তথা আর এক মন্ত্রীর বিরুদ্ধে যেভাবে প্রতিনিয়ত সরফ রাজীব বন্দ্যোপাধ্যায়, তাতে তিনি যে রাজনৈতিক ভাবে অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাবান ব্যক্তি, তা বলার অপেক্ষা রাখে না। এখন তৃণমূলের অন্দরমহলে রাজীব বন্দ্যোপাধ্যায় লাগাতার মন্তব্য শাসকদলকে কোন অবস্থায় নিয়ে গিয়ে দাঁড় করায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!