এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আবার ভদ্রেশ্বরের ছায়া শিল্পাঞ্চলে, তৃণমূলের দাপুটে নেতাকে দুষ্কৃতীদের গুলি

আবার ভদ্রেশ্বরের ছায়া শিল্পাঞ্চলে, তৃণমূলের দাপুটে নেতাকে দুষ্কৃতীদের গুলি

বুধবার রাতে পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি এলাকায় তৃণমূল শ্রমিক নেতা বাপ্পাদিত্য মুখোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঐদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ লালবাগান এলাকায় দাঁড়িয়েছিলেন বাপ্পাদিত্যবাবু। এমন সময় একটি অ্যাম্বুলেন্স থেকে গুলি ছোঁড়া হয়। যদিও সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এরপরই ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা চম্পট দেয়। ঐ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও তৃণমূলের উচ্চ নেতৃত্ব আসেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কার্তুজের খোল উদ্ধার করে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক মুদি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে বাপ্পাদিত্যবাবু বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এধরনের কার্যকলাপ শুরু করেছে। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, এই ঘটনায় বিজেপির কেউ যুক্ত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!