এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিজেপি নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের রাজ্যসভার সাংসদ! দলবদলের জল্পনা তীব্র?

হেভিওয়েট বিজেপি নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের রাজ্যসভার সাংসদ! দলবদলের জল্পনা তীব্র?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্য রাজনীতিতে কোনো রাজনীতিবিদের বেগতিক চালচলন দেখলেই তা নিয়ে শুরু হয়ে যাচ্ছে দলবদলের জল্পনা। ভারতী ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়কার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে বর্তমানে তিনি বিজেপির হেভিওয়েট নেত্রী। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতী ঘোষ “মা” বলে ডাকলেও এখন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন।

স্বাভাবিকভাবেই এহেন ভারতী ঘোষের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভালো হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এবার সেই ভারতী ঘোষকেই সংবর্ধনা জানালেন তৃণমূলের রাজ্যসভার সংসদ মানস ভুঁইয়া। যাকে কেন্দ্র করে তীব্র জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। হঠাৎ এই ধরনের উদ্যোগ নেওয়া হল কেন? কেন মানসবাবু তৃণমূলের ঘোর বিরোধী ভারতী ঘোষের নাম উচ্চারণ করলেন? জানা গেছে, শুক্রবার অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন সবংয়ের সিংপুরের বাসিন্দা সিআরপিএফ জওয়ান শ্যামল দে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার তার দেহ গ্রামে পৌছতেই প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়। আর সেখানেই উপস্থিত ভারতী ঘোষকে উদ্দেশ্য করে মানস ভুঁইয়া বলেন, “শ্রীমতি ঘোষ, ভারতী ঘোষ তিনি এসেছেন। তাঁকেও সংবর্ধনা জানানো হচ্ছে।” আর এর পরেই ভারতী ঘোষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অনেকে বলছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া ভারতী ঘোষের নাম এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যতবার নিয়েছেন, ততবার অন্য কারো নাম নেননি।

প্রসঙ্গত, এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দেবও, যিনি কিনা লোকসভা নির্বাচনে ভারতী ঘোষকেই ঘাটাল থেকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন। কিন্তু সেক্ষেত্রে ভারতী ঘোষের নাম মানস ভুঁইয়া যতবার নিয়েছেন, ততবার দেবের নাম উচ্চারণ করেননি বলে দাবি করছেন একাংশ। আর মানসবাবুর ভারতী ঘোষের প্রতি এই মহানুভবতা দেখে এবার রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। যেখানে ভারতীদেবী প্রায়শই তৃণমূলকে করা ভাষায় আক্রমণ করেন, সেখানে মানস ভূঁইয়া তাঁর প্রতি এত দরদ দেখালেন কেন?

তাহলে কি মানসবাবু এবার জার্সি বদল করতে চলেছেন! নাকি রাজনৈতিক সৌজন্যের নিরিখেই ভারতী ঘোষকে বেশি প্রাধান্য দিলেন তিনি? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান সময়টা অত্যন্ত ঘোরালো। দলবদলের জল্পনা প্রতি মুহূর্তে চলছে বঙ্গ রাজনীতিতে। কোন হেভিওয়েট নেতা কোন দলে, কখন যোগদান করবেন, তা কেউ বলতে পারবে না। তাই এই পরিস্থিতিতে যখন বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই মানস ভূঁইয়ার বিজেপি নেত্রী ভারতী ঘোষের প্রতি অতিরিক্ত মাত্রায় সম্বোধন নিঃসন্দেহে জল্পনা বাড়িয়ে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। এখন মানসবাবুর এই আচরন তৃণমূলের বিড়ম্বনা বাড়ায় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!