এখন পড়ছেন
হোম > রাজ্য > ছাড় নেই ক্যান্সার আক্রান্ত বিজেপি কর্মীরও, হামলার জন্য অভিযোগের তীর তৃণমূলের দিকে

ছাড় নেই ক্যান্সার আক্রান্ত বিজেপি কর্মীরও, হামলার জন্য অভিযোগের তীর তৃণমূলের দিকে

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই দিকে দিকে বিরোধীদলের নেতা-কর্মীদের উপর তীব্র আক্রমনের অভিযোগ বারেবারে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও সেই হামলার অভিযোগ কিছুতেই থামছে না – আর এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠল ক্যান্সার আক্রান্ত বিজেপি কর্মীর উপর আক্রমনের। স্বপন হালদার নামে গোপালনগরের নতুনগ্রাম এলাকায় ক্যান্সার আক্রান্ত এক বিজেপি কর্মীকে রাতের অন্ধকারে মারধর করে হেনস্থা করার অভিযোগ উঠল এবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে।

ঘটনায় গুরুতর জখম স্বপনবাবুকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আহত স্বপনবাবুর স্ত্রী। অন্যদিকে, সব অভিযোগ উড়িয়ে দিয়ে স্বপনবাবুর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, ঘটনার দিন স্বপনবাবু আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে স্থানীয় তৃণমূল প্রধানের বাড়ির সামনে অহেতুক গন্ডগোল বাঁধানোর প্রচেষ্টায় ছিলেন, তিনি গালিগালাজও করেন প্রধানকে। ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন তৃণমূল প্রধানের স্বামী, সেখান থেকেই প্রথমে কথা কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কি হয়। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে পাল্টা অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!