এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল কি পারিবারিক সম্পত্তি!” শাসকদলের উদ্দেশ্যে অস্বস্তিকর প্রশ্ন হেভিওয়েট বিধায়কের!

“তৃণমূল কি পারিবারিক সম্পত্তি!” শাসকদলের উদ্দেশ্যে অস্বস্তিকর প্রশ্ন হেভিওয়েট বিধায়কের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় থেকে শুরু করে সদ্য কিছুদিন আগেই দলে যোগদানকারী শুভেন্দু অধিকারীর গলায় তৃণমূল “প্রাইভেট লিমিটেড কোম্পানিতে” পরিণত হয়েছে বলে শোনা যেত। আর নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর তৃণমূলের টিকিট না পেয়ে এবার বিজেপিতে যোগদান করে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে রীতিমত শোরগোল তুলে দিলেন সিঙ্গুরের চারবারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য, এবার তৃণমূলের এই বিধায়ককে টিকিট দেওয়া হয়নি।

আর টিকিট না দেওয়ার কারণ হিসেবে বার্ধক্যজনিত কারণে এই দেখাতে শুরু করেছে শাসকদল। স্বাভাবিক ভাবেই টিকিট না পাওয়ার পর থেকেই বেসুরো মন্তব্য করতে শুরু করেছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই। অবশেষে সোমবার হেস্টিংসের বিজেপির কার্যালয় থেকে গেরুয়া শিবিরে যোগদান করেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর বিজেপিতে নাম লেখানোর পরেই তৃণমূলের বেচারাম মান্না এবং তার স্ত্রী যেভাবে টিকিট পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল তাকে।

এদিন এই প্রসঙ্গে বিজেপিতে যোগদান করার পর রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “দল আমাকে পরিত্যাগ করেছে। টিকিট না পাওয়ায় আমি বুঝলাম, দল আমায় পরিত্যাগ করেছে। আমার সঙ্গে আলোচনা ও পরামর্শ করতে পারত। বেচারাম মান্না এবং তার স্ত্রী পাশাপাশি দুটি কেন্দ্রের বিধায়ক হওয়াতে আরও ক্ষোভ তৈরি হয়েছে। এটা কি পারিবারিক সম্পত্তি হয়ে গেল নাকি!” অর্থাৎ তার বিধানসভা কেন্দ্রে এবার তাকে টিকিট না দিয়ে যেভাবে বেচারাম মান্নাকে দেওয়া হয়েছে এবং তার পাশের বিধানসভা কেন্দ্রে তার স্ত্রীকে দেওয়া হয়েছে, তাতে যে তিনি যথেষ্ট ক্ষুদ্ধ, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন এই প্রবীণ বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে গোটা ঘটনায় পরিবারতন্ত্রের অভিযোগ তুলে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করলেন মাস্টারমশাই। আর দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের এই মন্তব্যে যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে যাবে ঘাসফুল শিবির, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, জমি আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত সিঙ্গুরের চারবারের বিধায়ক হিসেবে পরিচিত এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বয়স জনিত কারণ হলেও, এবার দল তাকে টিকিট দেবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে টিকিট দেওয়া হয়নি।

এমনকি তার সঙ্গে এই টিকিট দেওয়া নেওয়ার ব্যাপারে কোনো কথা বলা হয়নি বলে অভিযোগ রবীন্দ্রনাথবাবুর। আজ বিজেপিতে যোগদান করেন তিনি। আর গেরুয়া শিবিরে নাম লেখানোর পর বেচারাম মান্না এবং তার স্ত্রী উভয়েরই টিকিট পাওয়া নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন প্রবীণ মাস্টারমশাই। যার ফলে কার্যত পরিষ্কার হয়ে গেল যে, বেচারাম মান্না এবং তার সহধর্মিণী টিকিট পাওয়ায় তিনি খুব একটা খুশি নন। যার কারণেই দলবদল করে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দিলেন রবীন্দ্রনাথবাবু বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!