এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে যাচ্ছেন? উত্তরে যা বললেন অর্জুন সিংহ ! তুঙ্গে জল্পনা!

তৃণমূলে যাচ্ছেন? উত্তরে যা বললেন অর্জুন সিংহ ! তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য বিজেপিতে যখন অসন্তোষ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই বোমা ফাটিয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। যেখানে পাটশিল্পের কথা তুলে ধরে নিজের দল ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। প্রয়োজনে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

মূলত, পাটশিল্পের ধ্বংস যে তিনি বরদাস্ত করবেন না, সেকথা জানিয়ে দিয়ে অর্জুন সিংহের মন্তব্য কার্যত শোরগোল ফেলে দিয়েছে রাজ্যজুড়ে। আর এই পরিস্থিতিতে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে একসাথে এই ব্যাপারে আন্দোলন করতে তার অসুবিধে নেই বলে খবর। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে অর্জুন সিংহকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। তাহলে কি তিনি তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন, তা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। আর এবার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে অর্জুন সিংহকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, “সুর, বেসুরোর ব্যাপার নেই। আমার যাওয়ার ইচ্ছে থাকলে অন দ্যা স্পট ডিসিশন নেব। আমি সুর, বেসুরোর লোক নই। যারা আমায় চেনেন, তারা এটা জানেন।”

অনেকে বলছেন, অর্জুন সিংহ কিন্তু একেবারে এই প্রশ্নের উত্তরকে নস্যাৎ করে দিলেন না। বরঞ্চ তিনি জল্পনা বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, ভবিষ্যতে অনেক পথ খোলা রয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের বিরুদ্ধে পাটশিল্প নিয়ে তৈরি আন্দোলনের পরেই কি অর্জুন সিংহ আবার তার পুরনো দলে ফিরতে চলেছেন! রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!