এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা পৌঁছাতেই গোব্যাক স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, আক্রান্ত দলের একাধিক নেতাকর্মী

ত্রিপুরা পৌঁছাতেই গোব্যাক স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, আক্রান্ত দলের একাধিক নেতাকর্মী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরায় পৌঁছাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে শুরু হল গো ব্যাক স্লোগান। গতকাল রাতেআগরতলা বিমানবন্দর থেকে শুরু করে শহরের একাধিক স্থানে তৃণমূলের পক্ষ থেকে পোস্টার,ব্যানার, ফ্লেক্স ইত্যাদি টাঙ্গানো হয়েছিল। তার মধ্যে বহু পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল শিবির। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছাতেই তাঁকে ঘিরে দেখানো হল কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে হেনস্থা করা হয়েছে বলে, অভিযোগ উঠেছে। এই সমস্ত কিছু নিয়ে সরগরম হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে পৌঁছাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপি কর্মীদের পক্ষ থেকে। এর পাল্টা হিসেবে খেলা হবে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। দেবাংশু ভট্টাচার্যর অভিযোগ, দুশো থেকে আড়াইশো জন বিজেপি কর্মীরা তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। তৃণমূলের দাবি, সমস্ত রকম কোভিড প্রটোকল মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাবার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। এরপরেও তাদেরকে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মীদের।

এ প্রসঙ্গে ত্রিপুরা তৃণমূল রাজ্য সভাপতি আশীস লাল সিং জানিয়েছেন যে, গতকাল বিপ্লব দেবের ছবির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেওয়া হয়েছিল। এভাবে বিজেপি শাসিত রাজ্যে কেউ তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, তারা ভাবতেই পারেননি। পোস্টার ছিঁড়ে দেয়া হচ্ছে। কিন্তু এভাবে তৃণমূলকে আটকানো যাবেনা। তিনি জানিয়েছেন, এই ধরনের আচরণ করে তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যাবে না। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, ২০২৩ এর নির্বাচনে হারার ভয় থেকে এই ধরনের কাজ করছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!