এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উলটপুরাণ, হিংসার রাজনীতির ঘটনায় কাঠগড়ায় বিজেপি! জোর চাঞ্চল্য রাজ্যে!

উলটপুরাণ, হিংসার রাজনীতির ঘটনায় কাঠগড়ায় বিজেপি! জোর চাঞ্চল্য রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় অভিযোগের আঙুল উঠত শাসক শিবির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু এবার সেই ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হলো ভারতীয় জনতা পার্টিকে। যেখানে মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের অঞ্চল সহ-সভাপতির দুই ছেলেকে গুলি করার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বিজেপি কর্মীর ছেলে সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

সূত্রের খবর, সোমবার বিকেলে তৃণমূলের অঞ্চলের সহ-সভাপতির ছেলে রফিকুল ইসলাম বাইক করে এক জায়গায় যাচ্ছিলেন। আর সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। আর এরপরই গোটা ঘটনায় অভিযোগের আঙুল ওঠে এক বিজেপি কর্মীর ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে চার জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মালদা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, “বিহার থেকে দুষ্কৃতী এনে আমাদের দলের কর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমরা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব।” অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, “বিজেপি গুলি চালিয়েছে, একথা তৃণমূলও বিশ্বাস করবে না। ওদের গোষ্ঠী কোন্দলেই এই ঘটনা ঘটেছে।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!