উপনির্বাচন নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর, পরোক্ষে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করলেন বিজেপি রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি July 16, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত সময় যাচ্ছে, ততই বাংলার উপনির্বাচন নিয়ে কার্যত তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। প্রসঙ্গত, রাজ্যের 7 টি কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে। যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো অবশ্যম্ভাবী। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদে জয়লাভ করেননি। কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এই অবস্থায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাঁকে ছ মাসের মধ্যে উপনির্বাচন জিতে আসতে হবে। কিন্তু করোনা পরিস্থিতিতে উপনির্বাচন করানোর প্রবল বিরোধিতা করলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত শুভেন্দু অধিকারীর কাছেই নন্দীগ্রামে পরাজিত হন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উপনির্বাচন প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন নন্দীগ্রামের সাংসদ। বিজেপির সাংগঠনিক জেলার বৈঠকে চুঁচুড়ায় উপস্থিত ছিলেন শুভেন্দু। দলীয় কার্যালয় থেকে শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ। প্রতিষেধক নিয়ে যাবতীয় সমস্যা রয়েইছে, তার মধ্যে লোকাল ট্রেন চলছেনা। এক্ষেত্রে উপনির্বাচন করালে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে বলে তিনি দাবী করেন। পাশাপাশি তিনি পাল্টা অভিযোগ করেন, এখনও পর্যন্ত শতাধিক পুরসভার ভোট করাতে পারেনি তৃণমূল সরকার। একইভাবে লোকাল ট্রেন না চলা নিয়েও তিনি ক্ষোভ উগরে দেন। শুভেন্দু অধিকারী জানান, করোনা পরিস্থিতির গভীরতা এখনো বহাল রয়েছে আর সেকারণেই লোকাল ট্রেন চালু করা যায়নি রাজ্যে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পাশাপাশি তাঁর অভিযোগ, করোনার সংখ্যা কমিয়ে দেখানোর জন্য একটি বিশেষ সেল কাজ করছে রাজ্য সরকারের হয়ে। এই পরিস্থিতিতে উপনির্বাচনের জন্য রাজ্য সরকারের তাড়াহুড়ো নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি নাম না করেই উল্লেখ করেছেন, উত্তরাখণ্ডে যেভাবে বিধায়ক হননি এরকম মুখ্যমন্ত্রী বদলে যেতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গে হবে না কেন? আর এক্ষেত্রে তিনি আবারও তাঁর বক্তব্যে তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে উল্লেখ করেন। অন্যদিকে গেরুয়া শিবিরের ভাঙন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি ছেড়ে যারা তৃণমূলে যাচ্ছেন, তাঁরা ভোট আসলে আবারও দলে ফিরে আসবেন। সব মিলিয়ে উপনির্বাচনের তুমুল বিরোধিতা করেছেন আজ বিরোধী দলনেতা। অন্যদিকে, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে উপনির্বাচন নিয়ে বিরোধী দলনেতার মন্তব্য তৃণমূলের যে চিন্তা বাড়াবে, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। আপনার মতামত জানান -