এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহল পুনরুদ্ধারে মাঠে নামছেন স্বয়ং মুখমন্ত্রী, জেনে নিন

উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহল পুনরুদ্ধারে মাঠে নামছেন স্বয়ং মুখমন্ত্রী, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে আশানুরূপ ফল লাভ করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে উত্তরবঙ্গ, জঙ্গলমহলে একেবারে মুখ থুবড়ে পড়েছিল শাসকদল। তাই আসন্ন ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরের পর এবার মুখ্যমন্ত্রীর জঙ্গল মহল সফর হতে চলেছে। করোনা পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী গত ৬ মাস ধরে কোন জেলা সফর করতে পারেন নি। তবে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি বেশ কয়েকবার বৈঠক করেছেন।

করোনা সংক্রমণের কারণেই, নবান্ন থেকে একাধিকবার তিনি ভার্চুয়াল বৈঠক করলেও, সশরীরে কোথাও তিনি উপস্থিত হয়ে কোন আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারেন নি। করোনা পরিস্থিতির মধ্যে প্রথম তিনি গত সেপ্টেম্বর মাসের শেষদিকে উত্তরবঙ্গ সফর করেছিলেন। এবার করছেন জঙ্গলমহল সফর।

আজ দুপুরে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আসতে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে। এজন্য খড়্গপুরের রাজ কলেজের পাশে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। খড়্গপুরে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আগামীকাল বুধবার ঝাড়গ্রামে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম দুই জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা যেমন বহুগুনে বৃদ্ধি করা হয়েছে, তেমনি করোনা সংক্রমনের কারণে স্বাস্থ্য বিধির বিষয়টিও বিশেষভাবে নজরে আনা হয়েছে।

গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল ও উত্তরবঙ্গে বিজেপির অভূতপূর্ব উত্থান ঘটেছিল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ক্ষমতা তৃণমূল পরাজিত হয়েছিল বিজেপিরা কাছে। একারণেই মুখ্যমন্ত্রী
এই জেলাগুলির বিষয়ে যথেষ্ট সতর্ক। এবারের বৈঠকে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের করোনা পরিস্থিতি তিনি খতিয়ে দেখতে চলেছেন। সেইসঙ্গে করোনা পরিস্থিতিকে কতটা মোকাবিলা করতে পেরেছে প্রশাসন কিংবা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জনগণকে কতটা পরিষেবা প্রশাসন দিতে পেরেছে প্রশাসন। এই সমস্ত কিছুর বিষয়ে খোঁজ খবর নিতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!