উত্তরবঙ্গের জন্যেও হেল্পলাইন নম্বর চালু, বড় ঘোষণা অভিষেকের! জেনে নিন! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য July 13, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মানুষের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছিলেন। যে হেল্পলাইন নম্বরের মধ্যে দিয়ে সেই এলাকার মানুষ তাদের সমস্ত অভাব, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে পারবেন। তবে এবার উত্তরবঙ্গের মাটি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির জন্যও সেই নম্বর প্রযোজ্য বলে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাকে কেন্দ্র করে খুশির হাওয়া তৈরি হয়েছে উত্তরবঙ্গের নেতা কর্মীদের মধ্যে। সূত্রের খবর, এদিন ধুপগুড়ির সবাই উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখেন তিনি। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক বলেন, “আমি একটা হেল্পলাইন খুলেছি। এতদিন ছিল ডায়মন্ডহারবারের জন্য। এখন থেকে আমার হেল্পলাইন নম্বর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্যও প্রযোজ্য। আমার হেল্পলাইন নম্বর, 7887778877। সকাল ন’টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই নম্বর খোলা থাকবে। পঞ্চায়েত, জেলা পরিষদ, ব্লক নেতৃত্বকে বলে যদি কাজ না হয়, আমাকে জানাবেন। কথা দিচ্ছি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে হেল্পলাইন নম্বর চালু করে সকলকে আশ্বস্ত করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -