এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের আগে তৃণমূল-বিজেপির অশান্তিতে তীব্র চাঞ্চল্য এবার উত্তরবঙ্গে, অভিযোগ-প্রতি অভিযোগের পালা

ভোটের আগে তৃণমূল-বিজেপির অশান্তিতে তীব্র চাঞ্চল্য এবার উত্তরবঙ্গে, অভিযোগ-প্রতি অভিযোগের পালা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চৈত্রের উত্তাপের সাথেই ক্রমশ বেড়ে চলেছে বাংলার নির্বাচনী উত্তাপ। আর এই উত্তাপকে বাড়িয়ে দিতে আসরে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজ্য জুড়ে চলছে প্রচারপর্ব। আর কয়েকদিন পরেই শুরু বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসার ঘটনা প্রায়শই চোখে পড়ছে। যদিও এই হিংসা বন্ধ করার দিকে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। কিন্তু আদতে তা যে কোন কাজে লাগছেনা তা বোঝাই যাচ্ছে বিভিন্ন ঘটনায়। এদিনও সেরকমই ঘটনা দেখা গেল দিনহাটায়।

জানা গিয়েছে, দিনহাটায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের কর্মী-সমর্থকরা তীর-ধনুক, গোলাগুলি নিয়ে হামলা চালিয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রসঙ্গত, দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের বাইশগুড়ি এলাকায় শনিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি শিবিরের কর্মীরা। জানা যাচ্ছে, সে সময় তাঁদের ওপর তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক হামলা চালায়। এরপর তাঁদের লক্ষ্য করে তীর চালানো হয়। এতে একজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাণে বাঁচতে বিজেপির কর্মীরা পাশের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আহত বিজেপি কর্মী জানিয়েছেন, তাঁরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন যখন রাস্তায়, তখন আচমকাই তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালাতে শুরু করে। সাইকেল ভাঙচুর করে এবং তীর চালায়। সেই তীরের আঘাতে তিনি আহত হন। বিজেপির 22 নম্বর মণ্ডলের সভাপতি মলয় রায় বর্মন জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই বিজেপি কর্মীরা এদিন প্রচার চালাতে দলীয় পতাকা লাগাচ্ছিল, কিন্তু তৃণমূলের লোকজন এসে অশান্তি শুরু করে। তাঁরা বোমাবাজি করে তীর-ধনুক নিয়ে হামলা চালায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে।

জানা গিয়েছে, এই অশান্তির খবর পাওয়া মাত্রই এসআই কিসেণ কেরকাটার নেতৃত্বে এলাকায় দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অশান্তির দায় পুরোপুরি ঝেড়ে ফেলা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, এই ঘটনার পেছনে শুধুমাত্র বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী। এই ঘটনায় এলাকা জুড়ে এখনো থমথমে পরিস্থিতি। দোষীদের শাস্তির দাবিতে মুখর হয়েছে এলাকার বিজেপি কর্মীরা। আপাতত এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা নিয়ে পুলিশ শুরু করেছে তদন্ত। পুরো ঘটনার ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!