এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভয়াবহ করোনা, সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন মমতা! সংশয়ে নেতা-কর্মীরা!

ভয়াবহ করোনা, সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন মমতা! সংশয়ে নেতা-কর্মীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী লড়াই যখন জমজমাট হয়ে উঠেছে বাংলায়, তখন ভয়াবহভাবে আছে পড়েছে করোনা ভাইরাস। মারন এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ গোটা ভারতবর্ষের পাশাপাশি বাংলায় ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচন চলার কারণে প্রচার কর্মসূচী অবাধভাবে চলতে থাকায় হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে পরিস্থিতি। তাই এই অবস্থায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। রোড শো সহ মিছিলের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আর এবার রাজনৈতিক স্বার্থকে পেছনে ফেলে রেখে নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করার কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তম এবং অষ্টম দফার নির্বাচনকে সামনে রেখে তার বেশ কিছু প্রচার কর্মসূচির দিন ধার্য ছিল। কিন্তু করোনা ভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখে এবার সেই সমস্ত কিছু বাতিল করার কথা জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন একটি টুইট করে নিজের পূর্বঘোষিত সমস্ত কর্মসূচি বাতিলের কথা জানিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাকি দুই দফার ভোট প্রচার ভার্চুয়ালি করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। বলা বাহুল্য, তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলেন। এক্ষেত্রে দলীয় প্রার্থীর হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একবার প্রচার কর্মসূচী করে গেলে তৃণমূল কর্মীরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে যান। কিন্তু করোনা ভাইরাস যখন ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে, তখন আর কোনোরকম ঝুঁকি না নিয়ে এবার ভার্চুয়ালি প্রচারের ওপর জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সপ্তম দফার নির্বাচনের প্রচারের শেষ দিন শুক্রবার। ইতিমধ্যেই সপ্তম দফায় যে সমস্ত আসনে ভোট রয়েছে, তার বেশিরভাগ কেন্দ্রে প্রচার করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি রয়েছে অষ্টম দফায় যে সমস্ত আসনে ভোট রয়েছে, তার প্রচার পর্ব। কিন্তু এবার ভয়াবহ ভাইরাসের কথা মাথায় রেখে তা ভার্চুয়ালি করার রাস্তায় হাঁটলেন তৃণমূল নেত্রী।

একাংশ বলতে শুরু করেছেন, ভাইরাস যখন বাড়ছে, তখন কমিশন কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং প্রচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রে মানুষের জীবন আগে, নাকি রাজনৈতিক নেতা-নেত্রীদের স্বার্থ আগে, তা নিয়েও নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

তাই এই পরিস্থিতিতে কমিশনের পক্ষ থেকে যখন রোড শো এবং মিছিল বন্ধের মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার কর্মসূচী বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন।অর্থাৎ এক্ষেত্রে এই সিদ্ধান্ত গ্রহণ করে তিনি জানিয়ে দিলেন, তার কাছে মানুষের স্বার্থ সবার আগে। তাই ভোট রাজনীতির ক্ষেত্রে তিনি ভার্চুয়ালি প্রচার করবেন বলে টুইট মারফত সকলের কাছে নিজের কর্মসূচির কথা ব্যক্ত করলেন তৃণমূল নেত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!