এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে চীন! একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে তীব্র দাবদাহের দাপট!

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে চীন! একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে তীব্র দাবদাহের দাপট!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে লাগাতার করোনার দাপট চলছে এই মুহূর্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন দেশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে করোনার সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগেরও শেষ নেই। পৃথিবীর বিভিন্ন দেশ এই মুহূর্তে করোনার সাথে যেমন লড়াই করছে, তেমন প্রাকৃতিক দুর্যোগও সামলাচ্ছে। অন্যদিকে সারা বিশ্বে করোনা ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চীন হয়ে গেছে ভিলেন। কিন্তু চীন নিজের দেশের করোনা দাপট সামলে উঠে এবার নতুন করে বিপদের সম্মুখীন হয়েছে।

জানা যাচ্ছে, চীনে বর্তমানে একদিকে যেমন দেখা যাচ্ছে বন্যার ভ্রূুকুটি, অন্যদিকে সেরকম দেখা যাচ্ছে প্রবল দাবদাহ চীনের সাংহাইতে। মানুষ দাবদাহে অস্থির হয়ে এই মুহূর্তে বৃষ্টির জন্য হা হুতাশ করছে। দক্ষিণ চীনে এই মুহূর্তে বন্যার জলে প্রায় দিশেহারা সেখানকার অধিবাসীরা। বিগত কয়েকদিন ধরেই নিম্নচাপ চলছে দক্ষিণ চীনে। আর তার জেরেই চলছে প্রবল বর্ষণ। জলস্তর ক্রমশ বেড়ে উঠেছে। ইতিমধ্যেই দক্ষিণ চীনে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই বন্যাদুর্গত হয়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে চীনের আর্থিক রাজধানী সাংহাই পার করেছে উষ্ণতার সর্বোচ্চ সীমারেখা। গরমের হাত থেকে রেহাই পেতে এই মুহূর্তে ত্রাহি ত্রাহি অবস্থা সাংহাইবাসীর। ইতিমধ্যে চীন সরকার সাংহাইতে যেরকম জারি করেছে অরেঞ্জ হিট অ্যালার্ট ঠিক সেভাবেই দক্ষিণ চীনে জারি হয়েছে রেড অ্যালার্ট।অবস্থা আয়ত্তে আনতে চীন সরকার সবরকম ব্যবস্থা গ্রহণ করলেও কোনো কিছুই আর কাজ করছেনা বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, চীনের এই ভয়াবহ অবস্থার কারণ বিশ্ব উষ্ণায়ন। উষ্ণায়নের নিরিখে চীনও যথেষ্ট প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছে। আর তার ফলেই ভুগতে হচ্ছে তাঁদের বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের সাথেও এই মুহূর্তে চীন যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। সবমিলিয়ে চীন সরকার যে এই মুহূর্তে যথেষ্ট চাপের মুখে, সেকথা এককথায় মেনে নিচ্ছেন সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!