এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > খুন নাকি আত্মহত্যা? বিজেপি-কর্মীর মৃত্যু নিয়ে কি বলছেন পুরুলিয়ার নতুন পুলিশ সুপার?

খুন নাকি আত্মহত্যা? বিজেপি-কর্মীর মৃত্যু নিয়ে কি বলছেন পুরুলিয়ার নতুন পুলিশ সুপার?


পরপর কয়েকদিনের মধ্যে পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কিছুদিন আগেই পুরুলিয়ায় ১৮ বছরের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত মৃতদেহ আবিষ্কৃত হয়। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই, গতকাল ৩২ বছর বয়সী বিজেপির দলিতনেতা দুলাল কুমারের ঝুলন্ত মৃতদেহ আবিষ্কৃত হয়। সেই মৃতদেহ ময়নাতদন্তের আগেই পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস জানিয়ে দেন সেটি আত্মহত্যার ঘটনা। আর এতেই যেন আগুনে ঘি পরে, উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়া। বিজেপির তরফে অভিযোগ ওঠে শাসকদলের দুষ্কৃতীদের কাজ আড়াল করতে চাইছেন পুলিশ সুপার।

এরপর চাপের মুখে নবান্নে তড়িঘড়ি বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। সরিয়ে দেওয়া হয় জয় বিশ্বাসকে, তাঁর জায়গায় নতুন পুলিশ সুপার হিসাবে পুরুলিয়ার দায়িত্ত্ব নেন আকাশ মেঘারিয়া। দায়িত্ত্ব নিয়েই আজ সকালে তিনি এক সাংবাদিক বৈঠকে তাঁর পূর্বতন জয় বিশ্বাসের কথাকেই মান্যতা দেন। তিনি জানান, তাঁর হাতে পোস্ট-মর্টেম রিপোর্ট এসেছে। পুরুলিয়া সদর হাসপাতালে করা সেই পোস্ট-মর্টেম রিপোর্ট অনুযায়ী এটি আত্মহত্যার ঘটনা বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের মৃত্যুর তদন্তভার ইতিমধ্যেই সিআইডির হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সিআইডি নয়, বিজেপি শিবিরের দাবি সিবিআই তদন্ত হোক সত্য উদ্ঘাটনে। এই দুই মৃত্যুর প্রতিবাদে আজ ১২ ঘন্টার পুরুলিয়া বনধ ডেকেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!