এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উত্তরবঙ্গে মুকুল রায়ের হাত ধরে শাসকদলে ভাঙন, কি বলছেন শাসকদলের নেতারা

উত্তরবঙ্গে মুকুল রায়ের হাত ধরে শাসকদলে ভাঙন, কি বলছেন শাসকদলের নেতারা


রাজ্যে বিজেপির সংগঠন বাড়াতে এবং বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে রাজ্য বিজেপি গোটা বাংলা জুড়ে শুরু করেছে জনজাগরন যাত্রা। আর তারই অঙ্গ হিসাবে মুকুল রায় কিছুদিন আগেই গিয়েছিলেন বীরভূম এবং পুরুলিয়ার জঙ্গলমহলে। রাজ্য বিজেপির তরফে দাবি মুকুল রায়ের নেতৃত্ত্বে সেই জনজাগরন যাত্রায় নাকি ব্যাপক সাড়া পাওয়া গেছে। মুকুল রায়ের জনসভায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ার পাশাপাশি বীরভূমে প্রায় ৫ হাজার আর পুরুলিয়ায় প্রায় ৬ হাজার সক্রিয় তৃণমূল কর্মী-সমর্থক শাসকদল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আর এবার মুকুল রায়ের নেতৃত্ত্বে উত্তরবঙ্গে জনজাগরন যাত্রা করতে চলেছে রাজ্য বিজেপি। আর মুকুল রায়ের এই উত্তরবঙ্গ সফরে শাসকদলে কেমন ভাঙন ধরে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
অন্যদিকে মুকুল রায়ের নেতৃত্ত্বে এই জনজাগরন যাত্রাকে কার্যত ‘ফ্লপ-শো’ আখ্যা দিচ্ছেন উত্তরবঙ্গের স্থানীয় শাসকদলের নেতারা। তাঁদের বক্তব্য, তৃণমূল ভেঙে বিজেপিতে যোদগানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ কেউ হয়তো যোগ দিতে পারেন, তাঁরা কেউই তৃণমূলের সঙ্গে যুক্ত নন, তৃণমূলের সক্রিয় সদস্যও নন। বিজেপি সর্বত্রই কিছু সদস্যকে জোগাড় করে তৃণমূলের কর্মী, তৃণমূলের সদস্য বলে চালাতে চাইছে। দেখাতে চাইছে কত লোক তৃণমূল ভেঙে আসছে। কিন্তু আমাদের দল তাতে কমছে না, উত্তরোত্তর ভোট বৃদ্ধিই তার প্রমাণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!